ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে এবার ফিদেল কাস্ত্রোর কিউবা(Cuban President)। বিরোধীদের বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ কানাল-সহ দেশের শীর্ষ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।
আমেরিকার রোষানলে কিউবা (Cuban President)
এক্সে পোস্টে বিদেশ সচিব মার্কো রুবিও লিখেছেন, আমেরিকা কিউবার প্রেসিডেন্ট ও শীর্ষ পর্যায়ের কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসায় বিধিনিষেধ আরোপ করছে(Cuban President)।কিউবায় ২০২১ সালে ঐতিহাসিক সরকার বিরোধী আন্দোলনের চার বছর পূর্তির দিনেই রুবিও এই ঘোষণা করেছেন। মার্কিন বিদেশ দফতর বলেছে, মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে তারা কিউবা সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে। রুবিও বলেন, যখন কিউবার সাধারণ মানুষ খাবার, জল, ওষুধ, বিদ্যুৎ–সংকটে ভুগছেন, তখন দেশটির সরকার নিজেদের লোকদের পেছনে বিপুল টাকা খরচ করছে।

কিউবার সমালোচনা (Cuban President)
কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ শনিবার এক্স পোস্টে মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন(Cuban President)। তিনি লিখেছেন, ‘আমেরিকা কখনও কিউবার জনগণ বা নেতৃত্বের মনোবল ভাঙতে পারবে না।’ প্রেসিডেন্ট মিগুয়েল ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী আলভারো লোপেজ মিয়ারা, স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাস-সহ কিউবার শাসকদলের কয়েক জন শীর্ষস্থানীয় নেতা।এছাড়াও কিউবার বিচার বিভাগ ও কারাগারের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।অভিযোগ, ২০২১ সালের জুলাইয়ে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের অন্যায়ভাবে আটক ও নির্যাতনের ঘটনায় জড়িত ছিলেন তাঁরা।
আরও পড়ুন-Shubhanshu Shukla: মঙ্গলে মঙ্গলময় বার্তা! পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা, অপেক্ষায় ভারত
মার্কিন কূটনীতিককে তলব (Cuban President)
এর আগে গত মে মাসে কিউবার বিদেশ মন্ত্রক রাজধানী হাভানায় আমেরিকার কূটনীতিককে তলব করেছিল(Cuban President)। কিউবার অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার ‘হস্তক্ষেপ’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁকে তলব করা হয়।ছয় দশক ধরে কিউবার উপর বাণিজ্যিক অবরোধ চালিয়ে যাচ্ছে আমেরিকা।কিউবা সরকার ভিন্নমতাবলম্বী নেতা হোসে ড্যানিয়েল ফেরেরকে নির্যাতন করছে বলেও অভিযোগ করেন রুবিও। এক্স পোস্টে তিনি বলেন, আমেরিকা অবিলম্বে ফেরের জীবিত থাকার প্রমাণ ও সব রাজনৈতিক বন্দীর মুক্তির দাবি জানাচ্ছে।

আরও পড়ুন-Hasina’s Daughter: ইউনুস সরকারের দাবিতে মান্যতা!হাসিনা-কন্যাকে অনির্দিষ্টকাল ছুটিতে পাঠাল ‘হু’
জুলাই আন্দোলন (Cuban President)
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ‘কট্টরপন্থী’ হিসেবে পরিচিত(Cuban President)। ইন্টারনেটের অবাধ ব্যবহার আর সংবাদমাধ্যমের স্বাধীনতায় প্রবল আপত্তি রয়েছে তাঁর। বিরোধীদের গণতান্ত্রিক পরিসর দেওয়ার ক্ষেত্রেও তাঁর অনীহা প্রবল। ২০২১ সালের জুলাই মাসে খাদ্য, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি এবং বেহাল অর্থনৈতিক হালের প্রতিবাদে রাজধানী হাভানা-সহ কিউবার বিভিন্ন অঞ্চলে জনবিক্ষোভ দানা বেঁধেছিল। তা দমন করতে নির্বিচারে বলপ্রয়োগ ও ধরপাকড় করেছিল মিগুয়েলের সরকার। সাম্প্রতিক একটি রিপোর্টে জানানো হয়েছে, জুলাই আন্দোলনে জড়িত ৭০০-র বেশি বিক্ষোভকারী এখনও কিউবার বিভিন্ন জেলে বন্দি রয়েছেন।
