ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় আমদানি হওয়া সমস্ত গাড়ির উপরে শুল্ক (US Tax) চাপাতে চলেছে ট্রাম্প সরকার। খুব তাড়াতাড়ি বিদেশ থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত গাড়ির উপর বাড়তি শুল্ক চাপাবে মার্কিন সরকার।আগামী মাসের শুরু থেকে মার্কিন সরকার এই নয়া শুল্ক নীতি কার্যকর করতে চলেছে। ট্রাম্প সরকারের এই নয়া নীতিতে বিপদে পড়তে পারে বিশ্বের বড় বড় গাড়ি নির্মাতা সংস্থা ও দেশ। কেননা এখন থেকে তাঁদের আমেরিকায় গাড়ি রপ্তানি ক্ষেত্রে বাড়তি শুল্ক চাপাতে দিতে হবে।
কত শতাংশ শুল্ক বাড়লো? (US Tax)
ট্রাম্প সরকারের নয়া শুল্ক নীতি (US Tax) অনুসারে বিদেশ থেকে আমেরিকায় আমদানি হওয়া প্রত্যেক গাড়ির উপরে ২৫ শতাংশ বাড়তি শুল্ক দিতে হবে। এতে গাড়ির দাম মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাবে বলেই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।
কবে থেকে কার্যকর হবে? (US Tax)
ট্রাম্প সরকারের এই নয়া শুল্ক নীতি (US Tax) খুব শীঘ্র কার্যকর হবে বলেই জানা গেছে। আগামী ২রা এপ্রিল থেকে চালু হতে চলেছে এই নয়া শুল্ক নীতি। এই নীতি অনুসারে আমেরিকায় গাড়ি রপ্তানি করা দেশ গুলিকে ২৫ শতাংশ কর দিতে হবে আগামী ২রা এপ্রিলের পর থেকে।

ভারতের উপর প্রভাব
আমেরিকার নতুন শুল্ক নীতি চালু হলে বিপদে পড়তে পারে ভারতের বেশ কিছু গাড়ি নির্মাতা কোম্পানি। যার মধ্যে রয়েছে টাটা মোটর্স কিংবা আইশার মোটরসের মতো গাড়ি নির্মাতা সংস্থা। এছাড়াও সোনা বিএলডব্লিউ এবং সংবর্ধনা মাদারসনের মতো গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক সংস্থাগুলির উপর ট্রাম্পের শুল্কনীতির সরাসরি প্রভাব পড়তে পারে। আংশিক প্রভাব পড়তে পারে ভারত ফোর্জ, সানসেরা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সুপ্রজিৎ ইঞ্জিনিয়ারিং এবং বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিসের মতো সংস্থার উপরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এই সংস্থা গুলির শেয়ার দর এক ধাক্কায় ৫ থেকে ৭ শতাংশ কমে গেছে।এই সংস্থাগুলি সাধারণত ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া এবং চিনে গাড়ির যন্ত্রাংশ রফতানি করে থাকে।তারপর সেখান থেকে আমেরিকায় গাড়ি সরবরাহ করা হয়।
আরও পড়ুন: Vance Oppose Trump: সদ্য শপথ নিয়েছে নতুন সরকার, এর মধ্যেই প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব! ফাঁস হল চ্যাট
ভারত-মার্কিন গাড়ি বানিজ্য
আমেরিকার সাথে ভারতের গাড়ির বানিজ্য অনেকটাই বেশি। অন্যদেশের তুলনায় ভারত বেশি গাড়ি রপ্তানি করে আমেরিকায়, কিংবা ভারতের সংস্থা গুলির সহযোগী সংস্থা গুলি আমেরিকায় গাড়ি রপ্তানি করে থাকে। শুধুমাত্র ২০২৪ সালেই ভারত প্রায় ২১.২ বিলিয়ন ডলার মূল্যের গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করেছে। ভারতীয় মুদ্রায় হিসাব করলে যা হয় প্রায় ১৮,১৯৩ কোটি টাকা।এই রপ্তানির বেশিভাগই হয় ইউরোপ এবং আমেরিকায়।

ভারতের গাড়ি নির্মাতা সংস্থা টাটা মোটর্স সরাসরি আমেরিকায় গাড়ি রপ্তানি করে না। কিন্তু টাটা মোটর্সের সহযোগী সংস্থা জাগুয়ার ল্যান্ড রোভার মার্কিন বাজারে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, জাগুয়ার ল্যান্ড রোভারের ২২ শতাংশ গাড়ি বিক্রয় হয় আমেরিকায়। এই অর্থবর্ষে গোটা বিশ্বে ৪ লক্ষটি গাড়ি বিক্রি করেছে জাগুয়ার ল্যান্ড রোভার। আর সবচেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে আমেরিকাতে । আর জন্যই আমেরিকার এই শুল্ক নীতি তে বিপদে পড়তে চলেছে গাড়ি নির্মাতা সংস্থা গুলি।