ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের (আরআর) জয়ের পর বৈভব সূর্যবংশী (Vaibhav meet Dhoni) এমএস ধোনির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বিশাল অঙ্গভঙ্গি করেছিলেন।
ধোনির পায়ে হাত ছুঁয়ে আশীর্বাদ নিলেন রাজস্থানের কনিষ্ঠ খেলোয়াড় (Vaibhav meet Dhoni)
মঙ্গলবার আইপিএল ২০২৫-এ ইতিহাস তৈরি হল (Vaibhav meet Dhoni)। একদিকে ছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার, মাত্র ১৪ বছর বয়সী বৈভব সুর্যবংশী। অন্যদিকে ছিলেন সবচেয়ে বয়স্ক খেলোয়াড়, ৪৩ বছরের মহেন্দ্র সিং ধোনি। রাজস্থান রয়্যালস (RR) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)-এর এই ম্যাচে দুই প্রজন্মের এই মুখোমুখি লড়াইতে বাজিমাত করলেন ছোট্টো সুর্যবংশী।
৩৩ বলে ৫৭ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জয় এনে দিলেন সুর্যবংশী। ম্যাচ শেষের পর দেখা যায়, ধোনির পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিচ্ছেন এই তরুণ প্রতিভা। ধোনিও স্নেহভরে আশীর্বাদ করেন তাঁকে। এই হৃদয়স্পর্শী মুহূর্ত ছুঁয়ে গেছে গোটা ক্রিকেট দুনিয়াকে।
দারুণ ইনিংসে রাজস্থানের জয়, চেন্নাই তলানিতে (Vaibhav meet Dhoni)
এই জয়ের মাধ্যমে রাজস্থান রয়্যালস এবারের আইপিএল অভিযান শেষ করল ৬ উইকেটের দুর্দান্ত জয়ে (Vaibhav meet Dhoni)। ম্যাচটি অনুষ্ঠিত হয় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। চেন্নাইয়ের পক্ষে এটি অত্যন্ত হতাশাজনক পরিণতি, কারণ এই হারের ফলে তারা পয়েন্ট টেবিলের একেবারে নিচে নেমে এল। রবিবার গুজরাট টাইটান্সকে বড় ব্যবধানে হারাতে না পারলে চেন্নাই এবারের আইপিএল শেষ করবে তলানিতে থেকেই।
আরও পড়ুন: IPL 2025 Final: আইপিএল ২০২৫ ফাইনাল হবে আহমেদাবাদে, ইডেন গার্ডেনস থেকে সরানো হল প্লে-অফ ম্যাচও
চেন্নাই প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৭ রান তোলে। রাজস্থানের পেসার আকাশ মাধওয়াল ও যুধবীর সিং চরক তিনটি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত খেলেন সুর্যবংশী, যার ইনিংসে ছিল চারটি চার ও চারটি ছক্কা।
পাওয়ার প্লে-তেই ম্যাচের দিক ঘুরিয়ে দিলেন সুর্যবংশী ও সঞ্জু
পাওয়ার প্লে-তেই রাজস্থান রান তোলে ৫৬/১। সঞ্জু স্যামসন ও সুর্যবংশী ছিলেন দুর্দান্ত ছন্দে। সঞ্জু রভিচন্দ্রন অশ্বিনকে লং অন দিয়ে ছয় মারেন। সুর্যবংশী ব্যাকফুটে গিয়ে নূর আহমদকে মারেন ছয় ও পরপর দুটি চার। অষ্টম ওভারে আসে ১৭ রান। এরপর রবীন্দ্র জাদেজাকেও ছক্কা হাঁকান সুর্যবংশী। নূর আহমদকে ছক্কা মেরে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর সঞ্জু মারেন দুটি চার, কিন্তু অশ্বিনের ক্যারম বল বুঝতে না পেরে আউট হয়ে যান লং অনে। চার বল পরেই আবার আঘাত হানেন অশ্বিন। সুর্যবংশী ৩৩ বলে ৫৭ রান করে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন।
আরও পড়ুন: BCCI Breaks Silence: এশিয়া কাপ থেকে সরে আসছে ভারত? গুজব বলেই জানাল বিসিসিআই!
শেষ দিকের আগ্রাসনে সহজেই ম্যাচ শেষ করে দেয় রাজস্থান
নূর আহমদের গুগলিতে বোল্ড হয়ে যান রিয়ান পরাগ। কিন্তু ধ্রুব জুরেল চমৎকার ব্যাটিং চালিয়ে যান। তিনি জাদেজাকে ছয় ও চার মারেন, এবং অশ্বিনকেও মারেন বড় ছক্কা। শিমরন হেটমায়ারও মারেন অশ্বিনকে ছয় ও চার। শেষ পর্যন্ত জয়সূচক ছয় মারেন ধ্রুব জুরেল, মাথিশা পাথিরানাকে মিড উইকেটের ওপর দিয়ে। এই জয় দিয়ে রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫ শেষ করল গর্বের সঙ্গে, আর ক্রিকেট দুনিয়া পেল এক নতুন প্রতিভা, বৈভব সুর্যবংশী।