ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ৫ ফেব্রুয়ারি, ভালোবাসার মানুষদের মনে বাড়ছে প্রেমের উত্তেজনাও। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স (Valentine’s Day 2025) ইউক। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই দিনগুলি লাভ বার্ডসদের জন্য উৎসবের দিন। এই দিনগুলিতে বিভিন্নভাবে নিজেদের ভালোবাসা প্রকাশ করে থাকেন তাঁরা। এ কারণেই সপ্তাহটিকে প্রেমের সপ্তাহও বলা হয়। জানেন ভ্যালেন্টাইন সপ্তাহে কোন দিনটি কেন পালিত হয়? আসুন জেনে নেওয়া যাক
রোজ ডে (Rose Day)
গোলাপ ভালোবাসার প্রতীক, তাই ভালোবাসার শুরু গোলাপ দিয়েই। ৭ ফেব্রুয়ারিতে প্রেমীরা একে অপরকে গোলাপ দিয়ে উদযাপন করে। কিছু মানুষ এই দিনে নিজেদের বন্ধুদের গোলাপ উপহার দেয়। আসলে, এটা বিশ্বাস করা হয় যে গোলাপের প্রতিটি রংই আবেগের প্রতীক। লাল রং যেমন ভালোবাসার প্রতীক তেমনি কাউকে ভালোবাসলে তাঁকে লাল গোলাপ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন। হলুদ রংকে বন্ধুত্বের প্রতীক হিসেবে মনে করা হয়। তাই হলুদ গোলাপ উপহার দিয়ে আপনি আপনার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারেন। একই সময়ে, সাদা রং শান্তির প্রতীক। অর্থাৎ, আপনি যদি কারও সঙ্গে আপনার সম্পর্ক উন্নত করতে চান তাহলে তাঁকে সাদা গোলাপ উপহার দিতে পারেন।
প্রস্তাব দিবস (Propose Day)Valentine’s Day 2025
রোজ ডে-র পরের দিন পালিত হয় প্রপোজ ডে। এই দিনে, ভালোবাসার(Valentine’s Day 2025) প্রতিটি ব্যক্তি নিজের সঙ্গীকে মনের আবেগ, অনুভব প্রকাশ করার চেষ্টা করে। প্রিয়জনকে নিজের অনুভূতি জানানোর জন্য এই দিনটি অবশ্যই বিশেষ।
আরও পড়ুন: Valentines Day Special: প্রেম দিবসে সঙ্গীকে কী উপহার দেবেন? রকমারি জিনিসের খোঁজ রইল এখানে
চকোলেট ডে (Chocolate Day)Valentine’s Day 2025
ভ্যালেন্টাইন্স(Valentine’s Day 2025) সপ্তাহের তৃতীয় দিন হল চকোলেট ডে, যা ৯ ফেব্রুয়ারি পালিত হয়। এই দিনে, সঙ্গীদের তাঁদের পছন্দের চকলেট উপহার দিয়ে প্রেমের সম্পর্কের আরও মধুরতা বাড়ানোর চেষ্টা করা হয়। আপনি চাইলে ৯ ফেব্রুয়ারি নিজের হাতে চকলেট কেক বানিয়ে আপনার সঙ্গীর জন্য এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে পারেন।
টেডি ডে (Teddy Day)
টেডি পছন্দ করেন না এমন জুড়ি মেলা ভার। ভ্যালেন্টাইন্স সপ্তাহের চতুর্থ দিনে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সঙ্গীকে টেডি দেওয়ার প্রথা রয়েছে। বাজারে আপনি অনেক ধরনের টেডি বিয়ার পাবেন। এরই মধ্যে যেকোনো একটি সুন্দর টেডি কিনে আপনার প্রেমিককে উপহার দিতে পারেন।
আরও পড়ুন: Ajker Rashifol: বুধের সকালে রবি যোগ, ভাগ্য খুলছে কোন কোন রাশির?
প্রতিশ্রুতি দিবস (Promise Day)
ভ্যালেন্টাইন্স সপ্তাহের পঞ্চম দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি প্রতিশ্রুতি দিবস। এই দিন প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রেমীরা আজীবন একে অপরের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এই প্রতিশ্রুতি দেয়।।
আলিঙ্গন দিবস (Hug Day)
আলিঙ্গন দিবস পালিত হয় ভ্যালেন্টাইন সপ্তাহের ষষ্ঠ দিনে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি। এই দিনে মূলত নিজের সঙ্গীকে আলিঙ্গন করে এবং তাঁদের সঙ্গে নিজেদের গভীর অনুভূতি ভাগ করে নেন প্রেমীরা।
চুম্বন দিবস (Kiss Day)
ভ্যালেন্টাইন(Valentine’s Day 2025) সপ্তাহের সপ্তম দিনে কিস ডে পালিত হয়। এই দিনে, আপনার সঙ্গীর মাথায়, হাতে একটি মিষ্টি চুম্বন দিন এবং তাঁকে বুঝিয়ে দিন যে তিনি আপনার কাছে সবকিছু, আপনি কেবল তাঁকেই ভালবাসেন।
ভালোবাসা দিবস (Valentine’s Day)
ভালোবাসা দিবস(Valentine’s Day 2025) পালিত হয় একেবারে শেষ দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। পুরো সপ্তাহে এই দিনটির জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করেন লাভ বার্ড-রা। প্রত্যেকেই প্রিয়জনের জন্য নিজস্ব উপায়ে ভালোবাসা দিবসকে বিশেষ করে তোলার চেষ্টা করেন। বিবাহিত ব্যক্তিদের পাশাপাশি, অবিবাহিত কাপল একে অপরের সঙ্গে বেশি করে সময় কাটান। থাকে বিভিন্ন সারপ্রাইজ। অনেকে ঘুরতে যান। অনেকে নিজের পার্টনারকে নয়ে লাঞ্চ বা বা ডিনারে যান। অনেকে আবার পার্টনারের প্রিয় পদ বানিয়ে খাওয়ান। এইভাবেই দিনটিকে আরও রোমান্টিক করে তোলার করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন।