ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দরজায় কড়া নাড়ছে ভ্যালেন্টাইন্স ডে(Valentines Day Special)। ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। প্রেমিক-প্রেমিকাদের বিশেষ দিন। আর এই দিনটির জন্য ভালোবাসার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। প্রেমে হাবুডুবু খাচ্ছেন যারা, তাদের জন্য এই দিনটি পোয়া বারো তো বটেই, যারা প্রেমের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্যও শুভ। তবে এমন সময় মনের মানুষটিকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে চিন্তিত অনেকেই। তবে, আপনার সেই মানুষটির জন্য এমনও কিছু উপহার আছে, যা পেলে অত্যন্ত খুশি হবেন তিনি।
প্রেম দিবসে সঙ্গীর জন্য উপহার(Valentines Day Special)
সুগন্ধি:
এক তোড়া গোলাপের সঙ্গে উপহার হিসেবে দেওয়া যেতে পারে নানা ধরনের সুগন্ধি। নারী-পুরুষের জন্য আলাদা আলাদা সুগন্ধি রয়েছে ওয়েস্টসাইডে। আপনার দেওয়া ভালবাসার রেশ দিনভর থাকবে প্রিয়জনের শরীরে। সুগন্ধির দাম শুরু ৬০০ টাকা থেকে।
টোট ব্যাগ:
ফুল, সুগন্ধি, চকোলেট— সঙ্গী এই সব পছন্দ করেন না। তাই বলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সঙ্গিনীকে কিছু দেবেন না, তা হয়? ওয়েস্টসাইড থেকে কিনতে পারেন কাপড় এবং চামড়া দিয়ে তৈরি টোট ব্যাগ। দাম ১০৯৯ টাকা।
পোশাক:
মনের মানুষটিকে শাড়িতেই বেশি মানায়। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে-র(Valentines Day Special) সন্ধ্যার জন্য তাঁকে উপহার দিতে পারেন সুতোর এমব্রয়ডারি কাজ করা কালচে লাল রঙের ড্রেস। দাম ২১৯৯ টাকা। পুরুষ সঙ্গীর জন্য কিনতে পারেন শার্ট। দাম শুরু ১৩০০ টাকা থেকে।
আরও পড়ুন: Ajker Rashifol: বুধের সকালে রবি যোগ, ভাগ্য খুলছে কোন কোন রাশির?
প্রসাধনী:
উপহার হিসেবে লিপস্টিক মহিলাদের বেশ পছন্দের। কোনও উপলক্ষ ছাড়াই এই প্রসাধনীটি ব্যবহার করতে পারেন তাঁরা। হাতে সময় কম থাকলে বেশি কিছু না ভেবে ওয়েস্টসাইড থেকে গাঢ় লাল একটি লিপস্টিক কিনে নিতে পারেন। দাম শুরু ৭০০ টাকা থেকে।
অন্দরসজ্জার সামগ্রী:
পোশাক, প্রসাধনী, সুগন্ধি অনেক আছে। তা হলে ভ্যালেন্টাইন্স ডে-তে মনের মানুষটিকে উপহার দিতে পারেন ওয়েস্টসাইডের বার সেট। দাম শুরু ১৭০০ টাকা থেকে।
আরও পড়ুন: Music Therapy: সারাদিনের স্ট্রেস? মুক্তি মিলবে মিউজিকে
জুতো:
মনের মানুষটি ফিটনেস ফ্রিক। রোজ জিম না করলে চলে না। ভ্যালেন্টাইন্স ডে-তে উপহার দিন একজোড়া স্নিকার্স। দাম শুরু ১৭০০ টাকা থেকে।
ভ্যালেন্টাইন্স ডে-তে(Valentines Day Special) সাধারণত কার্ড, চকোলেট, গোলাপ ফুল, ছবির ফ্রেম, পোশাক এ সবই উপহার হিসেবে সঙ্গীকে দেন। কিন্তু বাস্তুমতে কোন উপহারগুলি শুভ ও সম্পর্কে মধুর ভাব বজায় থাকবে? রইল সেই জিনিসেরও খোঁজ
বাস্তুমতে উপহার(Valentines Day Special)
লাফিং বুদ্ধ:
ভালোবাসার দিবসে সঙ্গীকে হাসিখুশি ও সুখী রাখতে হলে একটি লাফিং বুদ্ধের মূর্তিও উপহার দিতে পারেন। হাসিখুশি কিউট বুদ্ধকে বাস্তুশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। এই মূর্তিটি সঙ্গীর জীবনে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারে।
লাকি ব্যাম্বু:
বাস্তু শাস্ত্র অনুযায়ী, লাকি ব্যাম্বু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্পর্কে উন্নতি ও সমৃদ্ধির প্রতীক হিসাবেও মনে করা হয়। এদিন আপনি যদি ভালবাসা দিবসে আপনার সঙ্গীকে লাকি ব্যাম্বু উপহার দেন, তাহলে প্রেম, সুখ ও শান্তি সম্পর্কের মধ্যে দীর্ঘস্থায়ীভাবে বজায় থাকবে।
গোলাপী ফুল:
প্রেম মানেই লাল গোলাপ। কিন্তু বাস্তুশাস্ত্রের মতে, ভালবাসা দিবসে লালের পাশাপাশি গোলাপী ফুল দেওয়া সবচেয়ে শুভ। বিশ্বাস করা হয় যে গোলাপী ও লাল ফুল বন্ধুত্ব ও প্রেম বাড়াতে সাহায্য করবে।