ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress ) মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তাঁর জীবনে নাকি এখন শুধুই বসন্ত! আর অন্য কোনও ঋতুর এন্ট্রি নেই। কিন্তু কেন হঠাৎ এমন কথা বললেন অভিনেত্রী? জীবনে কতটা হিসেব করে চলেন? সবটাই খোলসা করে বললেন ট্রাইব টিভিকে।
বেহিসাবি মধুমিতা!
নিজের জীবনে অভিনেত্রী একেবারেই হিসেবে করে চলেন না। যেটা মন থেকে চায়, সেটাই করেন। কাজের ক্ষেত্রে যেটা করতে ভালো লাগে, সেই কাজ তিনি মন দিয়ে করেন। সেই কাজের পিছনে রীতিমত পড়ে থাকেন। কিন্তু ধরে বেঁধে হিসেব করে চলা পছন্দ করেন না। মধুমিতার কথায়, এখন তাঁর জীবনে শুধুই বসন্ত। বললেন “আমার জীবন এখন বসন্তময়। বসন্ত মনে হয় সারাজীবন থেকে যাবে। আর কোনও সিজন চেঞ্জ হবে না। শুধু বসন্ত আর বসন্ত”। অভিনেত্রীর কথায়, কাজের পর বাড়ি ফিরে প্রচন্ড ঘরোয়া তিনি। এখন হাতে একগুচ্ছ কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর দুটি ছবি। নতুন একটি ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হবে। আরেকটি নতুন ছবি নিয়ে কথা চলছে।
ধারাবাহিকে কি আদৌ ফিরবেন মধুমিতা?
“বোঝে না সে বোঝে না” (Bojhena Se Bojhena), ‘কেয়ার করি না’র (Care Kori Na) মতো একের পর এক জনপ্রিয় ধারাবাহিক তিনি বাংলার দর্শকদের উপহার দিয়েছেন। ছোট পর্দায় তাঁর কাজ ছিল মনে রাখার মতো। অভিনেত্রীর অনুরাগী থেকে শুরু করে দর্শকরা, এখনও তাঁকে ছোট পর্দায় দেখতে চান। কিন্তু সত্যি কি অভিনেত্রীকে পরবর্তী কালে ছোট পর্দায় দেখা যাবে? ধারাবাহিকে কি তিনি আদৌ ফিরবেন? মধুমিতা সরকারের কথায়, ” দর্শকের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে হাতে কাজ রয়েছে। সময় পাচ্ছি না। যদি পরবর্তী কালে সময় হয়, ‘বোঝে না সে বোঝে না’ ‘কেয়ার করি না’র মতো যদি ভালো গল্প পাই, তখনও অবশ্যই ধারাবাহিক করব”।
আরও পড়ুন: Soumitrisha Kundu: পিছনে কে কি বলছে, ভাবেন না সৌমিতৃষা! ধারাবাহিকে কবে ফিরছেন?
মুক্তি পেতে চলেছে মধুমিতার নতুন ছবি
‘ফেলু বক্সী’ নামে দুই গোয়েন্দা আছে। তবে মধুমিতা অভিনীত এই সিনেমায় গোয়েন্দা রহস্য একদমই আলাদা। মূল চরিত্রে দেখা যেতে চলেছে সোহম চক্রবর্তীকে। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাবেন মধুমিতা সরকারের পাশাপাশি পরি মণিকে। এই ছবিতে দেবযানী চরিত্র অভিনয় করেছেন মধুমিতা। যিনি ছবির রেডিও জকি। যার মনে ফেলু বক্সীর সহকারী হওয়ার একটা সুপ্ত বাসনা রয়েছে। ফেলু বক্সী এবং দেবযানীর মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে। ছবিটি মুক্তি পেতে চলেছে নতুন বছরের জানুয়ারির ১৭ তারিখে। এই ছবি প্রচার নিয়ে অভিনেত্রী এখন ভীষণ ব্যস্ত।
আরও পড়ুন: Bryan Adams in kolkata: ব্রায়ান অ্যাডামসের নেশায় বুঁদ! এমন রাত বারবার আসে না, বললেন রূপম
নতুন প্রেমের আগমন মধুমিতার জীবনে!
সোজা কথায়, অভিনেত্রী মধুমিতা এখন পুরোদমে কাজের মধ্যে রয়েছেন। জীবনে যদি বসন্তের কথা বলেন, চলতি বছরের পুজোতেই তাঁর জীবনে যে প্রেম এসেছে, তা তিনি অকপটে স্বীকার করেছেন। তাও আবার মহাষ্টমীর সকালে। প্রকাশ্যে এনেছেন প্রেমিকের ছবি। ক্যাপশনে লিখেছিলেন, ‘ নতুন শুরু’। গত পাঁচ বছরে তিনি টলিপাড়ার অন্যতম সিঙ্গেল অভিনেত্রী ছিলেন। তারপর এই বছরে দুর্গাপুজোয় নিজের জীবনের নতুন আরম্ভের কথা জানান। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মধুমিতা এখন প্রেমের সম্পর্কে রয়েছেন। সবে প্রেমের শুরু। বিয়ে নিয়ে এখনও কিছু ভাবেননি।