ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তামান্না ভাটিয়া এবং বিজয় ভার্মা ২০২২ সালে ডেটিং শুরু করেন (Vijay-Tamannaah Break up)। তবে, এখন তাদের বিচ্ছেদ হয়ে গেছে বলে জানা গেছে।
মুম্বাই এয়ারপোর্টে পাপারাৎজিদের এড়িয়ে গেলেন অভিনেতা (Vijay-Tamannaah Break up)
বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাই বিমানবন্দরে ক্যামেরা এড়িয়ে যেতে দেখা গেল অভিনেতা বিজয় বর্মাকে (Vijay-Tamannaah Break up)। তিনি যখন আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, তখন পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিজয় বর্মা বিমানবন্দরের সিকিউরিটি চেকের দিকে হাঁটছেন এবং ক্যামেরার দিকে শুধুমাত্র থাম্বস আপ দেখিয়ে এগিয়ে যান। তিনি পাপারাৎজিদের জন্য দাঁড়াননি বা ক্যামেরার সামনে পোজও দেননি।
তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন তুঙ্গে (Vijay-Tamannaah Break up)
এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়ার বিচ্ছেদের খবর শিরোনামে উঠে এসেছে (Vijay-Tamannaah Break up)। সম্প্রতি, পিঙ্কভিলা-র এক প্রতিবেদনে দাবি করা হয়, ‘লাস্ট স্টোরিজ ২’-এর দুই তারকা আলাদা হয়ে গেছেন। একটি সূত্র বলেছে, “তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মা কয়েক সপ্তাহ আগে সম্পর্ক ছিন্ন করেছেন, তবে তারা বন্ধু হিসেবে যোগাযোগ রাখবেন। দু’জনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।” তবে এখনও পর্যন্ত তামান্না বা বিজয় কেউই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
বিয়ের চাপ থেকেই দূরত্ব তৈরি?
এরপর সিয়াসাত ডেইলি-র এক প্রতিবেদনে দাবি করা হয়, তামান্না এবং বিজয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল মূলত বিয়ের চাপের কারণে। তামান্না ৩০-এর কোঠায় পৌঁছে যাওয়ায় বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু বিজয় নাকি তাতে আগ্রহী ছিলেন না। এই কারণে দু’জনের মধ্যে একাধিকবার মতবিরোধ তৈরি হয়, যা শেষ পর্যন্ত সম্পর্কের ইতি টানে। তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: Case Against Yo Yo: অশ্লীল গানের বিরুদ্ধে কঠোর অবস্থান নীতু চন্দ্রার, পাটনা হাইকোর্টে মামলা
২০২২ সালে প্রেমের সম্পর্ক, ২০২৩-এ প্রকাশ্যে স্বীকার
বিজয় বর্মা ও তামান্না ভাটিয়ার সম্পর্কের গুঞ্জন শুরু হয় ২০২২ সালে। দু’জনকে একসঙ্গে দেখা যায় সুজয় ঘোষ পরিচালিত ‘লাস্ট স্টোরিজ ২’-এ, যা ২০২৩ সালের জুন মাসে নেটফ্লিক্সে মুক্তি পায়। বহুদিন ধরে গুঞ্জন চললেও, ২০২৩ সালের জুন মাসে তামান্না প্রথমবার সম্পর্কের কথা স্বীকার করেন। এরপর বিজয় বর্মা জানান, তারা সম্পর্ক গোপন রাখতে চাননি কারণ তিনি নিজের অনুভূতিকে ‘বন্দি’ করতে চাননি।
কী বলেন বিজয়?
এক সাক্ষাৎকারে বিজয় বলেন, “আমরা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি, তাই সম্পর্ক লুকিয়ে রাখার দরকার নেই। সম্পর্ক গোপন রাখা খুব কঠিন। বাইরে বেরনো যায় না, বন্ধুদের সঙ্গে ছবি তোলা যায় না। আমি এসব পছন্দ করি না। আমার লক্ষ্য ছিল না সম্পর্কের কথা প্রকাশ্যে আনা, কিন্তু আমি অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে চাইনি।”
আরও পড়ুন: Ranveer Allahbadia: NCW-এর সামনে হাজির রণবীর ও অপূর্বা, ক্ষমা চাইলেও আবার তলব করা হবে
তবে সম্পর্ক প্রকাশ্যে আসার এক বছরের মধ্যেই ব্রেকআপের খবর শোনা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেননি।