ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় জনতা পার্টির দিল্লির সভাপতি বীরেন্দ্র সচদেবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লির যমুনা নদীর জল অত্যন্ত দূষিত। সেই জলে ডুব দেওয়ার কয়েকদিন পরেই শ্বাসকষ্ট এবং ত্বকের জ্বালার কথা জানিয়েছিলেন তিনি (Virendraa Sachdeva Dip in Yamuna)। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল জানিয়েছে যে বিজেপি নেতাকে ত্বকের সমস্যার কারনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ দিল্লি বিজেপি-র সভাপতি (Virendraa Sachdeva Dip in Yamuna)
সভাপতি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার পরে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেছে। তাদের দাবি ২০২৫ সালের মধ্যে যমুনা পরিষ্কার করার প্রতিশ্রুতি পূরণে “ব্যর্থ” হয়েছেন কেজরিওয়াল। তার ব্যর্থতার জন্য নিন্দা জানিয়েছে বিজেপি।
আরও পড়ুন: J&K terror attack: কাশ্মীরে ফের সন্ত্রাসবাদি হামলা! এলাকাজুড়ে তল্লাশি সেনার
দিল্লি বিজেপি এক বিবৃতিতে বলেছে, বীরেন্দ্র সচদেব যমুনায় ডুব (Virendraa Sachdeva Dip in Yamuna) দেওয়ার পরে ত্বকে ফুসকুড়ি এবং শ্বাস নিতে সামান্য অস্বস্তির সম্মুখীন হয়েছেন। তাকে আরএমএল হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা করেছিলেন। সচদেবকে ডাক্তাররা তিন দিনের ওষুধ লিখে দিয়েছেন।
আক্রমণ গোপাল রাইয়ের
বীরেন্দ্র সচদেবার দাবির পর, প্রবীণ AAP নেতা এবং পরিবেশ মন্ত্রী গোপাল রাই বিরোধীদের পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেন যে বিজেপি “নাটক” তৈরি করছে এবং দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের মাত্রার বিষয়টিকে ব্যবহার করছে।
দিল্লি সরকারের “দুর্নীতির” প্রতিবাদে সচদেব বৃহস্পতিবার আইটিও-এর কাছে একটি ঘাটে যমুনায় ডুব দিয়েছিলেন। তিনি বলেন যে এই দুর্নীতির কারনে নদী পরিষ্কারের থেকে শহরকে বঞ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন: Ratan Tata’s will: পোষ্য টিটো-র আজীবন ভরণপোষণ! জেনে নিন আর কী রয়েছে রতন টাটার উইলে
দিল্লির মুখ্যমন্ত্রী অতীশিকে বিজেপি দিল্লি প্রধানের চ্যালেঞ্জ
যমুনার তীরে যাওয়ার সময়ে AAP নেতাদের, মুখ্যমন্ত্রী অতীশি এবং AAP-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নদীর অবস্থা পরিদর্শন করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন সচদেব।
কেজরিওয়ালকে আক্রমণ
অরবিন্দ কেজরিওয়ালের ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসাবে ব্যবহৃত বাসভবনকে ‘শীশ মহল’ বলে কটাক্ষ করেছেন সচদেব। সচদেবা এএনআই-কে বলেন, “আমরা একটি লাল গালিচা সাজিয়েছি কারণ যারা ‘শীশ মহলে’ থাকতেন তারা এটিতে অভ্যস্ত। আমরা দুটি চেয়ারের ব্যবস্থা করেছি কারণ এই পরম্পরা আতিশি শুরু করেছেন। তিনি যদি আসেন, তবে তার দুটি চেয়ার লাগবে। তিনি জামিনে থাকেলেও তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব।”
সচদেব বলেন, “যমুনা পরিষ্কার করার জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া ৮,৫০০ কোটি টাকার হিসাব তাদের দেওয়া উচিত।”