ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “সেনার পোশাকের কোনও ধর্ম বা জাত হয় না,” — উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই মন্তব্যের প্রেক্ষিতে স্পষ্ট হয়ে উঠছে যে, সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যগুলি শুধু নৈতিকভাবে বিতর্কিত নয়, বরং দেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় নিরপেক্ষ অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করছে (Vyomika Singh Remarks Case)।
বিজয় শাহ-এর ‘সিঁদুর’ বিতর্ক (Vyomika Singh Remarks Case)
মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ (Dr. Vijay Shah) এক কর্মসূচিতে মন্তব্য করেন, “যারা আমাদের মা-মেয়ের সিঁদুর মুছে দিয়েছে, তাদের বোনকেই ব্যবহার করে শাস্তি দেওয়া হয়েছে (Vyomika Singh Remarks Case)।” এই ইঙ্গিত যে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া-র দিকে, তা নিয়ে স্পষ্ট বার্তা না দিলেও রাজনৈতিক মহলে প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়। কংগ্রেস মন্ত্রীর পদত্যাগ দাবি করে এবং মধ্যপ্রদেশ হাই কোর্ট বিজয়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে এবং বিজয় শাহকে ভর্ৎসনা করে, যা এই ধরণের ধর্মবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে এক কড়া বার্তা বলেই মনে করা হচ্ছে।
রামগোপাল যাদবের ‘জাতপাত’ মন্তব্য (Vyomika Singh Remarks Case)
বিজয় শাহের বক্তব্যকে কটাক্ষ করতে গিয়ে এসপি সাংসদ রামগোপাল যাদব ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ (Vyomika Singh Remarks Case) ও এয়ার মার্শাল একে ভারতী-কে ‘জাতি ও সম্প্রদায়’ দিয়ে চিহ্নিত করে বলেন, “তাঁরা তিন জনই পিডিএ— পিছড়া, দলিত, অল্পসংখ্যক। এক জনকে হেনস্থা করা হয়েছে মুসলিম বলে, আর এক জনকে রেহাই দেওয়া হয়েছে ভাবা হয়েছে তিনি রাজপুত, তৃতীয় জনের পরিচয় জানা ছিল না।” এই মন্তব্যকে অনেকেই জাতপাতের রাজনীতির চরম প্রকাশ বলে ব্যাখ্যা করেছেন, যেখানে সেনার জাতীয়তাবাদী চরিত্রকে দলীয় ফায়দার জন্য টেনে নামানো হয়েছে।

সেনাবাহিনীর প্রতিক্রিয়া ও রাজ্য প্রশাসনের অবস্থান (Vyomika Singh Remarks Case)
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া প্রতিক্রিয়ায় বলেন, “ভারতীয় সেনার জওয়ানদের জাতীয় কর্তব্যই তাঁদের পরিচয়। তাঁদের ধর্ম বা বর্ণ নয় (Vyomika Singh Remarks Case)।”এই মন্তব্যের মাধ্যমে আদিত্যনাথ সেনার প্রতি রাজনৈতিক শ্রদ্ধাহীনতার প্রতিবাদ জানিয়েছেন।অন্যদিকে রামগোপাল যাদব সাফাই দিয়ে বলেন, “পুরো বক্তব্য না-শুনেই বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে।’’ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ব্যাখ্যা বিতর্ক প্রশমনে যথেষ্ট নয়।

আরও পড়ুন: US Turkey Misiile Deal :তুরস্ককে ২৬০০ কোটির ক্ষেপনাস্ত্র বিক্রির অনুমতি দিল মার্কিন বিদেশ দফতর!
সেনা ও রাষ্ট্রের মৌলিক বার্তা (Vyomika Singh Remarks Case)
ভারতীয় সেনা জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে দেশের জন্য প্রাণ উৎসর্গে অঙ্গীকারবদ্ধ (Vyomika Singh Remarks Case)। তাঁদের পরিচয় তাঁদের ইউনিফর্মে, তাঁদের জাতীয় কর্তব্যে। তাঁদের নিয়ে এই ধরণের মন্তব্য শুধু অনভিপ্রেতই নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সমাজের সৌভ্রাতৃত্ববোধের বিরুদ্ধেও।সেনার মুখপাত্ররা বারবার স্পষ্ট করেছেন, সেনায় নিয়োগ, পদোন্নতি বা দায়িত্ব ভাগে কোনও জাতপাত, ধর্মীয় পরিচয় কখনও বিবেচ্য হয় না। এই বিতর্ক দেখিয়ে দিল, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার স্তম্ভ হয়ে থাকা সেনার নিরপেক্ষতা এবং গৌরবময় অবস্থান রাজনৈতিক ভাষ্য এবং বিদ্বেষমূলক মন্তব্যের চাপে ক্ষতিগ্রস্ত হতে পারে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এবং রাজনৈতিক নেতৃত্বের সংযত অবস্থানই হতে পারে এই প্রবণতার রাশ টানার একমাত্র পথ।