Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সিনেমার জগতে এই প্রথম অভিনেতারা স্ক্রিন শেয়ার করলেও প্রচার করবেন না । ‘ওয়ার ২’ (War 2) ছবিতে হৃতিক রোশন (Hrithik Roshan) ও জুনিয়ার এনটিআর (N. T. Rama Rao Jr.) এর দেখা মিলবে। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে বেশ কৌতূহল রয়েছে। বিশেষ করে দুজনকে একসাথে পর্দায় দেখার আনন্দটাই অন্যরকম। সাধারণত ছবি প্রচারের জন্য অভিনেতা ও অভিনেত্রীরা সামনে আসেন। একে অপরের সাথে সাক্ষাৎকার দেওয়া হয়। তবে ওয়ার ২ ব্যতিক্রম। কারণ এখানে দুই জনপ্রিয় তারকা, তাঁদের ছবি প্রচারে দেখানো হবে না একসাথে। কেন ? তাহলে কীভাবে ছবির প্রচার হবে?
নির্মম লড়াই দৃশ্য (War 2)
দর্শকদের আগ্রহ বাড়ানোর জন্য যশরাজ ফিল্মস (YRF) এক অনন্য কৌশল ব্যবহার করেছে। কারণ ‘ওয়ার ২’ (War 2) তে দেখা যাবে হৃতিক রোশন (Hrithik Roshan) ও এনটিআর (N . T. Rama Rao Jr.) এর প্রথম অন স্ক্রিন মুহূর্ত। তাই ছবি প্রচারের সময় তাঁদের একে অপরের থেকে দূরে রাখা হবে। যাতে তাঁদের একে অপরের সাথে নির্মম ভাবে লড়াই করার দৃশ্য দর্শকদের কাছে সর্বাধিক পরিবেশিত হয়। হৃতিক ও এনটিআর আলাদা ভাবে ‘ওয়ার ২’ ছবির প্রচার করবেন। সে বিষয়ে সকল পরিকল্পনা করা হয়েছে।
এই বিষয়টি মাথায় রেখেই দর্শকদের আগ্রহ রাখার জন্য কখনও তাঁদের একসাথে ছবি প্রচার করতে দেখা যাবে না। এমনকি ছবি মুক্তির আগে কোনও প্রচারণা মূলক ভিডিওতেও একসাথে থাকবেন না তাঁরা। যশরাজ ফিল্মস (YRF) জানিয়েছে, দর্শকদের প্রথমে এই প্রতিদ্বন্দ্বিতা অনুভব করা উচিত, তারপর দুজনকে সৌহার্দ্যপূর্ণ ভাবে প্রচারণা করতে দেখবে।
আকর্ষণীয় কৌশল (War 2)
YRF স্পাই ইউনিভার্স তাঁদের চলচ্চিত্র নির্মাণ ও বিনোদনের প্রতিশ্রুতির জন্য আকর্ষণীয় কৌশল ব্যবহার করে আসছে (War 2)। তাই তাঁদের চলচ্চিত্র প্রচারের সময় অভিনেতাদের সাক্ষাৎকার না দেওয়ার নীতি অবলম্বন করেছিল। যাতে অভিনেতারা চিত্রনাট্য থেকে বিস্তারিত প্রকাশ না করে। হৃতিক ও এনটিআর এর একসাথে আসা ভারতীয় সিনেমায় সবচেয়ে বড় সিনেমাটিক মুহূর্ত, এবং বড় পর্দায় যে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: Dev-Rukmini: মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত, টলিউড ছেড়ে বলিউডে দেবের ভাগ্য গড়ার লড়াই!
প্রতীক্ষিত ছবি
২০২৫ সালে সবচেয়ে প্রতীক্ষিত ছবি হিসাবে মনে করা হয়েছে ‘ওয়ার ২’-কে। ছবিটি অয়ন মুখার্জি (Ayan Mukerji) পরিচালিত ও প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া (Aditya Chopra)। ‘ওয়ার ২’ -তে কিয়ারা আডবাণী (Kiara Advani) সবচেয়ে মারাত্মক অবতারে ধরা দিয়েছেন। আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিটি স্বাধীনতা দিবসের আগে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আরও পড়ুন: Saiyaara New Song Dhun: সুরের ছোঁয়ায় আবারও অরিজিতের জাদু, মন ভোলাচ্ছেন ‘ধুন’ এ!
বক্স অফিসে সাড়া ফেলবে!
প্রসঙ্গত ‘ওয়ার’ এর সিক্যুয়েল ‘ওয়ার ২’ সিনেমাটি। তবে এই প্রথম নয় যে, কোনও ছবির রিলিজের আগে ছবির প্রচার বা সাক্ষাৎকার হয়নি। এর আগেও ‘পাঠান’ ছবির সময় কোনও প্রচার বা সাক্ষাৎকার হয়নি। তবুও ‘পাঠান’ বক্স অফিসে রেকর্ড গড়েছিল। সেক্ষেত্রে ‘ওয়ার ২’ বক্স অফিসে সাড়া ফেলবে তা নিশ্চিত। এই ছবিতে হৃতিক বনাম এনটিআর এর দৃশ্য, যার সাক্ষী থাকবে দর্শক।