ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান, ক্ষোভে ফুঁসছেন ওয়াসিম আক্রম (Wasim Akram)। কড়া ভাষায় তিনি আক্রমণ করেছেন পাকিস্তান দলকে।
ভারতের বিরুদ্ধে হারের পর চরম সমালোচনার মুখে পাকিস্তান দল (Wasim Akram)
পাকিস্তান ক্ষুব্ধ। পাকিস্তান হতাশ। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের বিরুদ্ধে রবিবারের হারই যথেষ্ট ছিল না, তার পরদিনই গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান ক্রিকেট দল (Wasim Akram)।
এটি পাকিস্তান ক্রিকেটের নতুন এক নিম্নমুখী অধ্যায়। পাকিস্তান বরাবরই অপ্রত্যাশিত ফলাফল করার জন্য পরিচিত ছিল। কখনও তারা অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে, আবার কখনও হতাশাজনক ভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু সেই চমকপ্রদ ক্রিকেটও এখন উধাও হয়ে গেছে।
পাকিস্তানের শেষ বড় শিরোপা ছিল ২০১৭ সালে, যখন তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল। তারপর থেকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে একটিও ওডিআই ম্যাচ জিততে পারেনি।
ওয়াসিম আক্রমের তীব্র সমালোচনা, খাদ্যাভ্যাস নিয়ে কটাক্ষ (Wasim Akram)
ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তান দলের কঠোর সমালোচনা করেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম। তিনি তো খেলোয়াড়দের খাদ্যাভ্যাস নিয়েও কটাক্ষ করেছেন (Wasim Akram)।
আরও পড়ুন: Indian in Semi Final: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে কে হবে ভারতের প্রতিপক্ষ?
“প্রথম বা দ্বিতীয় ড্রিঙ্কস ব্রেকের সময় আমি দেখলাম প্লেটে শুধুই কলা! এত কলা তো বাঁদরও খায় না! অথচ এটাই ওদের খাবার (Wasim Akram)। যদি আমাদের অধিনায়ক ইমরান খান থাকতেন, তাহলে তিনি আমায় এক চড় দিতেন এর জন্য,” আক্রম বলেন ম্যাচ-পরবর্তী আলোচনায়।
‘পুরনো ধাঁচের ক্রিকেট’ খেলছে পাকিস্তান: আক্রম
পাকিস্তান বর্তমান যুগের গতিময় ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে পারছে না, এমনটাই মনে করছেন আক্রম। তিনি বলেন, “আমরা বহু বছর ধরে হোয়াইট বল ক্রিকেটে পুরনো ধাঁচের ক্রিকেট খেলছি। এটা বদলাতে হবে।”
তিনি আরও বলেন, “দলকে নতুন করে গড়তে হবে। ভয়ডরহীন ক্রিকেটার আনুন, তরুণ রক্ত আনুন। পাঁচ-ছয়টি পরিবর্তন করতে হলে করুন। আগামী ছয় মাস হারলেও সমস্যা নেই, কিন্তু এখন থেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করুন।”
‘পাকিস্তানের বোলিং ইউনিট পুরোপুরি ব্যর্থ’
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বোলিং ইউনিট বারবার ব্যর্থ হচ্ছে, এই পরিসংখ্যান তুলে ধরেন আক্রম।
তিনি বলেন, “আর নয়! তোমরা এদের তারকা বানিয়ে দিয়েছ। গত পাঁচটি ওডিআইতে পাকিস্তানের বোলাররা মাত্র ২৪টি উইকেট নিতে পেরেছে, যেখানে প্রতিটি উইকেট নিতে তাদের ৬০ রান খরচ করতে হয়েছে।”
আরও পড়ুন: Ravindra Makes History: চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেকেই সেঞ্চুরি, রেকর্ড ভাঙলেন রাচিন রবীন্দ্র
“আমাদের গড় পারফরম্যান্স ওমান এবং আমেরিকার চেয়েও খারাপ! ১৪টি দল যারা ওডিআই খেলছে, তাদের মধ্যে পাকিস্তানের বোলিং গড় দ্বিতীয় সর্বনিম্ন,” বলেন আক্রম।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়, সামনে আরও চ্যালেঞ্জ
ভারতের বিরুদ্ধে হার এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। নতুন পরিকল্পনা এবং দলে বড় পরিবর্তন ছাড়া পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।