ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গরম পড়তে না পড়তেই জলসংকট বাঁকুড়া (Bankura) জেলার পাত্রসায়রে (Water Crisis In Patrasire)। জলের সমস্যায় নাজেহাল পাত্রসায়র (Patrasire) বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ীরা। প্রশাসনকে জানিয়েও জলের সমস্যা না মেটায় ক্রমশই ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। কবে মিটবে জলসংকট ? প্রশ্ন সকলের।
গরম পড়তেই জলের জন্য হাহাকার (Water Crisis In Patrasire)
মার্চের (March) শুরু থেকেই রাজ্যে বেড়েছে গরমের দাপট (Water Crisis In Patrasire)। রোদের প্রখর তাপের সঙ্গে তাল মিলিয়ে বইছে গরম হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৈশাখের আগেই বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির (The Temperature Is 40 Degrees) কাছাকাছি পৌঁছে যেতে পারে। এই পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে পানীয় জলের চাহিদা (The Demand For Drinking Water Is Increasing)। কিন্তু বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকে এক অন্য ছবি। তীব্র জলসংকটে ভুগছেন পাত্রসায়র বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ীরা।
বাসস্ট্যান্ড বাজারে পানীয় জলের সংকট (Water Crisis In Patrasire)
বাঁকুড়ায় গরম পড়লেই জলের সমস্যা নতুন কিছু নয়। বছরের অন্যান্য মরশুমে কোনওক্রমে জলের চাহিদা মেটালেও গ্রীষ্ম পড়তেই জলের জন্য হাহাকার শুরু হয়েছে বাঁকুড়ার বিভিন্ন গ্রামে। গরমকালে বাঁকুড়াবাসীকে জলের সমস্যায় ভুগতে হয় বলে অভিযোগ। সমগ্র জেলার পাশাপাশি জলসংকটের একই ছবি বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকে। জলের অভাবে চরম সমস্যায় পড়েছেন পাত্রসায়র বাসস্ট্যান্ড বাজার চত্বরে থাকা ব্যবসায়ীরা (Water Crisis In Patrasire)।

মার্চের শুরুতেই জলসংকট বাঁকুড়ায়
শুধুমাত্র ব্যবসায়ীরাই নয় পথ চলতি সাধারণ মানুষদেরকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । গ্রীষ্মের শুরুতে জল সংকটে একেবারে নাজেহাল ব্যবসায়ীরা। পাত্রসায়র বাস স্ট্যান্ড বাজারে প্রায় দুশো দোকান রয়েছে। পাশাপাশি এই বাজারের পাশেই রয়েছে বাসস্ট্যান্ড, গার্লস হাই স্কুল, পাত্রসায়ের থানা। ফলে প্রতিনিয়ত বহু মানুষের আনাগোনা এই বাজারে ।ব্যবসায়ীদের অভিযোগ, আগে এলাকায় জলের পাইপলাইন থাকায় পানীয় জলের কোন সমস্যা ছিল না । কিন্তু ছয় মাস আগে নতুনভাবে শুরু হয় পাইপলাইন তৈরির কাজ।
আরও পড়ুন: Bhatar Police Station: থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতীর চেষ্টা প্রৌঢ়ের, অবশেষে মৃত্যু

উদাসীন প্রশাসন, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
অভিযোগ, ছয় মাস পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি পাইপলাইন তৈরির কাজ। যার জেরেই দেখা দিয়েছে জল সংকট। অনেক দূর থেকে পানীয় জল এনে সেই জল ব্যবহার করতে হচ্ছে। দ্রুত জলের সমস্যা না মিটলে গ্রীষ্মের তীব্র দাবদাহে চরম ভোগান্তির আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, পানীয় জলের সমস্যার কথা বারবার স্থানীয় ব্লক প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু তার পরেও সমস্যার সুরাহা হয়নি।

আরও পড়ুন: Water Crisis In Bandwan: স্বাধীনতার এত বছর পরেও অব্যাহত জলের সমস্যা! তীব্র জলসংকটে ভুগছে বান্দোয়ান
কবে মিটবে জলসংকট ? প্রশ্ন সকলের
তবে জলের সমস্যার নেপথ্যে গাফিলতি কার ? পিএইচই দপ্তর নাকি ব্লক প্রশাসনের ? তাই ভেবে কুল পাচ্ছেন না এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু দাবি জানালেও কবে মিটবে জলসংকট ? প্রশাসনকেই জলের সমস্যা মেটাতে কোনও পদক্ষেপ নেবে ? প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।