ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ট্রাইব টিভি বাংলার (Tribe Tv Bangla) খবরের জের, খবর সম্প্রচারিত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আদিবাসী গ্রামে ট্যাপ কল থেকে পরল স্বচ্ছ পানীয় জল।ধামসা মাদলের তালে তালে নেচে উঠলো গোটা আদিবাসী গ্রাম (Bankura News)।
ট্রাইব টিভি বাংলার খবরের জের (Bankura News)
বাঁকুড়া জেলার (Bankura News) সোনামুখী (Sonamukhi) ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের দক্ষিণশোল আদিবাসী গ্রামে পানীয় জলের সমস্যার কথা আমরাই প্রথম তুলে ধরি ট্রাইব টিভি বাংলার (Tribe Tv Bangla)পর্দায়। আর সেই খবর সম্প্রচারিত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই গ্রামে ট্যাপ কল থেকে স্বচ্ছ পানীয় জল পড়তে শুরু করল।স্বাভাবিকভাবেই খুশির হওয়া গোটা গ্রাম জুড়ে। গ্রামের মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে ধামসা মাদলের তালে তালে মেতে উঠলেন আনন্দ উচ্ছ্বাসে।
কল থাকলেও ছিল না জল (Bankura News)
অভিযোগ ছিল, এই গ্রামে ২০২২ সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে বাড়িতে বাড়িতে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল (Bankura News)। বাড়িতে বাড়িতে বসানো হয়েছিল ট্যাপ কল। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও ট্যাপ কল থেকে জল পড়েনি। ফলে গ্রামবাসীদের কুয়ো থেকে জল সংগ্রহ করে তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হচ্ছিল। মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছিলেন এলাকার সাধারণ মানুষেরা ।
৪৮ ঘন্টার মধ্যে অ্যাকশন মোডে প্রশাসন
ট্যাপ কল বসানোর ৩ বছর পেরিয়ে গেলেও পানীয় জলের অভাব মেটেনি। আর সেই খবর আমরাই প্রথম তুলে ধরি ট্রাইব টিভি বাংলার (Tribe Tv Bangla) পর্দায়।খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন । গ্রামে পৌঁছায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। তড়িঘড়ি শুরু হয় গ্রামে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ। পরিশেষে গ্রামের মানুষরা স্বচ্ছ পানীয় জল পেয়ে দারুন খুশি ।
আরও পড়ুন : জেলা হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় সাফল্য, নতুন জীবন পেলেন শেখ আনোয়ার
ট্রাইব টিভি বাংলাকে ধন্যবাদ গ্রামবাসীদের
অমিতা সরেন, বুধন মুর্মু, টুসি মান্ডি নামের গ্রামবাসীরা জানান ট্রাইব টিভি বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার জন্যই গ্রামে ট্যাপকল থেকে জল পড়তে শুরু করলো । ট্রাইব টিভি বাংলা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা করেছে তাই তাদেরকে ধন্যবাদ জানাই। গ্রামের ট্যাপকল থেকে জল পড়াতে ভীষণ আনন্দিত গ্রামবাসীরা। আর তাই ধামসা মাদল নিয়ে সকলে আনন্দ উচ্ছ্বাসে সামিল ।
আরও পড়ুন : হাওড়ার পর এবার শিয়ালদহ থেকে চালু হবে বন্দে ভারত, সাংবাদিক বৈঠক মিলিন্দ কে দেউস্করের
মানুষের পাশে ট্রাইব টিভি বাংলা
আগামী দিনেও যেখানে মানুষের সমস্যার অভিযোগ আসবে সেখানেই পৌঁছে যাবে ট্রাইব টিভি বাংলা। সাধারণ মানুষদের সেই সমস্যার কথা তুলে ধরে তাদের পাশে থাকবে ট্রাইব টিভি বাংলা।