Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা এবং শহরতলির (Waterlogged Kolkata) উপর দিয়ে বয়ে চলেছে টানা বৃষ্টির ধারা। মৌসুমি বায়ু, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার মিলিত প্রভাবে শহর জুড়ে বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে। তার ফলেই বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জমে জল (Waterlogged Kolkata)
শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ইতিমধ্যেই (Waterlogged Kolkata) জলমগ্ন। লালবাজারের সামনে, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, নর্থ পোর্ট থানা সংলগ্ন অঞ্চল, ফিয়ার্স লেন, কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাস সব জায়গা থেকেই জল জমার খবর মিলেছে। কোথাও গোড়ালি পর্যন্ত তো কোথাও হাঁটুর কাছাকাছি জল দাঁড়িয়ে রয়েছে। কলকাতা পুলিশের সূত্র অনুযায়ী, শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এমন পরিস্থিতি।
জলবদ্ধতা মারাত্মক আকার নিয়েছে (Waterlogged Kolkata)
এদিকে জল জমে গিয়েছে (Waterlogged Kolkata) গলিপথগুলিতেও। ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, বৌবাজার থেকে শুরু করে বেহালা, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ কলকাতা পুরসভার বিভিন্ন অঞ্চলে জলবদ্ধতা মারাত্মক আকার নিয়েছে। পুরসভা জল নিষ্কাশনের কাজ শুরু করলেও, টানা বৃষ্টির কারণে কাজের গতি মন্থর।
দীর্ঘ সময় জল থাকার আশঙ্কা
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ গঙ্গায় জোয়ার রয়েছে। সেই সময় নিকাশি লকগেটগুলি বন্ধ থাকবে, ফলে জল নামতে পারবে না। এর ফলে আরও দীর্ঘ সময় জল জমে থাকতে পারে শহরের নিচু এলাকায়।
যান চলাচলে সমস্যা
সোমবার সকাল থেকে শুরু হয়ে রাতভর বৃষ্টিতে কলকাতা কার্যত ভিজে শহরে পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল হতেই শহরের বহু জায়গায় আবারও জল জমতে শুরু করে, যার ফলে বহু জায়গায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। শিয়ালদহ মেন লাইনের বেশ কিছু রেলপথে লাইনে জল জমার প্রাথমিক খবর মিলেছে, ফলে বেশ কয়েকটি লোকাল ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। এতে অফিসপাড়ার যাত্রীদের ভোগান্তি আরও বাড়িয়েছে।
আরও পড়ুন: Weather Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে দুর্ভোগ, আরও বৃষ্টির সতর্কতা জারি

বেড়েছে যানজট
শহরের রাস্তায় যানবাহন ধীরে চলছে, ফলে যানজটও বেড়েছে। এমনকি বহু ফুটপাতেও জল জমে থাকায় পথচারীদের পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, মাঝে মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে জনজীবন স্বাভাবিক হতে এখনও সময় লাগবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।