ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো মিটতেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেন বাগডোগরার উদ্দেশে। বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে দার্জিলিং যাবেন তিনি। যদিও আজ রাতে দার্জিলিং পৌঁছে কোনও কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। দু’দিন পাহাড়ে কাটিয়ে বৃহস্পতিবার ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। ১৩ তারিখ উপনির্বাচন রয়েছে বাংলার ৬ আসনে। উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ৬ কেন্দ্রের মানুষকে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন দমদম বিমানবন্দর থেকে বাগডোগরা রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালড্যাংরায় ১৩ তারিখ উপনির্বাচন। সিতাইয়ে সঙ্গীতা, মাদারিহাটে জয়প্রকাশ, মেদিনীপুরে সুজয়, নৈহাটিতে সনৎ, হাড়োয়ায় রবিউল আর তালড্যাংরায় ফাল্গুনী সিংহবাবু লড়ছে আমাদের দল থেকে। ওঁরা সবাই খেটেছে। আমি সকল মা-বোনকে বলতে চাই, আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। এমনিতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সবসময়ে আমাদের পাশে থেকেছেন, ভরসা রেখেছেন। এবারও প্রার্থীদের জেতান। উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত করতে সাহায্য করুন।”
আরও পড়ুন: https://tribetv.in/sukanta-majumdar-is-shocked-by-the-election-commission/
তিনি আরও বলেন, ”বাই ইলেকশন আছে, ছটা উপ নির্বাচন আছে, কুচবিহারের সিতাই, মাদারিহাট, তালডাংরা হাড়োয়া নৈহাটি। এই ছটি কেন্দ্রে সাধারণ মানুষের কাছে আবেদন করব তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিন সাধারণ মানুষের পাশে থাকে। ভোট দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। আমি চাই দার্জিলিং ভালো থাকুক । তরাই ডুয়ার্স ভালো থাকুক।”
আরও পড়ুন: https://tribetv.in/tmc-mp-abhishek-banerjee-get-invitations-fron-norwayfor-un-women-programme/
উল্লেখ্য, সোমবার কলকাতা থেকে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। পরে সেখান থেকেই সড়কপথে দার্জিলিং যাবেন। তবে আজ কোনও কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। আগামিকাল বিকেল সাড়ে ৩টেয় জিটিএ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন মমতা। পাহাড়ের উন্নয়নে জিটিএ’র সদস্যদের কোনও নতুন নির্দেশ মুখ্যমন্ত্রী দেবেন কি না সেই বিষয়ে নজর রয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলের। ১৩ তারিখ, বুধবার দুপুর ৩টেয় দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।