Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবশেষে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জট কেটে যাওয়ায় বহু প্রতীক্ষিত জয়েন্ট এন্ট্রান্স(Joint Entrance)পরীক্ষার ফলাফল প্রকাশ করল বোর্ড। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কলকাতা হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি হতেই শুক্রবার প্রকাশিত হয় মেধাতালিকা। ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্যের হাজার হাজার পড়ুয়া ও তাঁদের পরিবার। ফল প্রকাশের পর পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
প্রকাশিত হল মেধাতালিকা, শীর্ষে অনিরুদ্ধ চক্রবর্তী(Joint Entrance)
এই বছরের জয়েন্ট এন্ট্রান্স(Joint Entrance) মেধাতালিকায় শীর্ষস্থান অর্জন করেছে ডন বসকো পার্ক সার্কাসের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে রয়েছে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় স্থান অধিকার করেছে ডিপিএস রুবি পার্কের দিসান্ত বসু।
এক নজরে দেখে নেওয়া যাক শীর্ষ ১০ জনের তালিকা:
প্রথম: অনিরুদ্ধ চক্রবর্তী, ডন বসকো পার্ক সার্কাস।
দ্বিতীয়: সাম্যজ্যোতি বিশ্বাস, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল।
তৃতীয়: দিসান্ত বসু, ডিপিএস রুবি পার্ক।
চতুর্থ: অরিত্র রায় ডিপিএস, রুবি পার্ক।
পঞ্চম: তৃষাণজিত দলুই, পার্ভ ইন্টারন্যাশনাল স্কুল দুর্গাপুর।
ষষ্ঠ: সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল।
সপ্তম: সম্বিত মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমান।
অষ্টম: অর্চিস্মান নন্দী, ডিএভি মডেল স্কুল খড়গপুর।
নবম: প্রতীধ ধানুকা, ডিপিএস রাজারহাট।
দশম: অর্ক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান।
শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর(Joint Entrance)
জয়েন্ট এন্ট্রান্সে (Joint Entrance)ফল প্রকাশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে পড়ুয়াদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।যারা কোনো কারণে ভালো ফল করতে পারোনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভালো হয় তার প্রস্তুতি নিতে বলব। আইনি জটিলতায় ফলপ্রকাশে অন্যান্যবারের তুলনায় এবার একটু দেরী হল। কিন্তু আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরো সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”
আরও পড়ুন: WBJEE Result 2025: আইনি জট কাটিয়ে প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, সেরার সেরা কে?
ফলপ্রকাশে স্বস্তি, কিন্তু এখনও অনিশ্চিত কাউন্সেলিং
প্রসঙ্গত, পরীক্ষা বহু আগেই সম্পন্ন হলেও, রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে শুরু হওয়া আইনি লড়াইয়ের কারণে জয়েন্ট এন্ট্রান্সের(Joint Entrance)ফল প্রকাশ বারবার পিছিয়ে যাচ্ছিল। রাজ্য সরকার ২০১১ সালের সংশোধনী অনুযায়ী ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করতে চাইলেও কলকাতা হাইকোর্ট তাতে আপত্তি জানায়। পরবর্তীতে মামলাটি যায় সুপ্রিম কোর্টে, যেখানে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেন। এই রায়ের পরেই বোর্ড ফলাফল প্রকাশ করে। যদিও এখনও কাউন্সেলিং-এর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে বোর্ড সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই সে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
অবশেষে স্বস্তির নিঃশ্বাস পড়ুয়ারাদের
আইনি জটে জয়েন্ট এন্ট্রান্সের ফল এতটা পিছিয়ে যাওয়ায় সমস্যায় পড়তে পারেন পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে ভর্তি আটকে থাকায় অনেকেই কলেজে ভর্তি হতে পারেননি। অনেকে অনিশ্চয়তার মধ্যে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়, শিবপুর সহ সব জায়গায় ভর্তি প্রক্রিয়া আটকে ছিল। এখনও কাউন্সেলিং-এর সময় জানানো হয়নি, তবে শীঘ্রই তা প্রকাশ করবে বোর্ড।