Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক দিন দক্ষিণবঙ্গের (WB Weather Update) আকাশে বৃষ্টির দেখা না মিললেও, এই শান্ত আবহাওয়া বেশিদিন স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাও ভিজতে পারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে।
উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস (WB Weather Update)
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাগুলিতে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা (WB Weather Update) রয়েছে। কোচবিহারে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির দাপট চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিঙে বুধবার এবং কালিম্পঙে বৃহস্পতিবার ভারী বর্ষণ হতে পারে। তবে উত্তরবঙ্গের দক্ষিণের জেলা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এই মুহূর্তে তেমন কোনও সতর্কতা জারি হয়নি।
দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি? (WB Weather Update)
সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া তুলনামূলকভাবে (WB Weather Update) শান্তই থাকবে। তবে বুধবার থেকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বুধবার ও বৃহস্পতিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এই দুই দিন ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা থাকায়, সন্ধ্যার সময় বাইরে বেরনোর পরিকল্পনা থাকলে বৃষ্টির কথা মাথায় রাখাই ভালো। তবে বৃহস্পতিবারের পর আপাতত আর কোনও বড় ধরনের বৃষ্টির সতর্কতা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: Weekly Horoscope: সপ্তাহজুড়ে খুশির আমেজ, চিন্তা নেই আপনিও ভালো থাকবেন!
আবহাওয়ার বর্তমান চিত্র
সোমবার সকাল পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি, সেটিও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি। বর্তমানে বঙ্গোপসাগরের উপর কোনও নিম্নচাপ না থাকলেও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবাহিত হচ্ছে স্থলভাগে, যা বজ্রগর্ভ মেঘ তৈরিতে সহায়তা করছে। এই অবস্থায় রাজ্যের নানা জায়গায় হঠাৎ বৃষ্টি ও ঝড় হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে।

পুজোর সময়েও থাকতে পারে বৃষ্টি
এই বছর দুর্গাপুজো বর্ষার মধ্যেই পড়েছে। ফলে পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুজোর বাজার করতে যাঁরা বিকেলের দিকে বেরোতে চান, তাঁদের জন্য বৃষ্টি হতে পারে বড় বাধা।