ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক দিন ধরে (Weather Forecast) দক্ষিণবঙ্গের আকাশে যেন বৃষ্টির রাজত্ব চলছে। থেমে থেমে ঝড়বৃষ্টি আর বজ্রপাতের কারণে জনজীবনে কিছুটা হলেও প্রভাব পড়েছে। এর মধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় আজ, মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশও থাকবে মেঘলা, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে, যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি (Weather Forecast)
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে উত্তর বাংলাদেশ ও তার সংলগ্ন অঞ্চলে (Weather Forecast) একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে শ্রীগঙ্গানগর থেকে শুরু করে ঝুনঝুনু, মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা, ডালটনগঞ্জ, পুরুলিয়া হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। এই অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ক্রমাগত স্থলভাগে প্রবেশ করছে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast)
কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া (Weather Forecast) এবং পশ্চিম বর্ধমানেও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই বৃষ্টি ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার পর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে এবং ততটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি আর থাকবে না বলে মনে করা হচ্ছে।
দুর্যোগের ইতি ঘটার কোনও সম্ভাবনা নেই
তবে উত্তরবঙ্গের চিত্রটি আলাদা। সেখানে এখনই দুর্যোগের ইতি ঘটার কোনও সম্ভাবনা নেই। বরং আগামী সাত দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এবং মালদহে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার থেকে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, এবং দিনাজপুরে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, যার পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: August Horoscope: অগাস্টের শুরুতেই মিথুনে শুক্রের গোচর, জানুন মাসিক রাশিফল…
আজ কলকাতায় সর্বাধিক তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে কিছুটা কম। এই রকম আবহাওয়ায় নাগরিকদের হাওয়া অফিসের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষত যাঁরা জলপথে যাতায়াত করেন বা খোলা জায়গায় কাজ করেন।