ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবার বর্ষা পুরোপুরি সক্রিয় হয়ে উঠতে চলেছে (Weather Forecast) রাজ্যে। টানা বৃষ্টিতে আবআর হাঁসফাঁস করবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকা। মেঘলা আকাশ, কখনও ঝিরঝিরে, আবার কখনও প্রবল মুষলধারে বৃষ্টিতে জনজীবন কার্যত ব্যাহত হবার আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার প্রভাবে আগামী কিছু দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তীব্রতা আরও বাড়বে।
বাতাসে আর্দ্রতা ও প্রবল বৃষ্টির কারণে অস্বস্তি (Weather Forecast)
রবিবার সকাল থেকেই শহরের আকাশ ছিল (Weather Forecast) মেঘাচ্ছন্ন। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়িয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। বাতাসে আর্দ্রতা ও প্রবল বৃষ্টির কারণে অস্বস্তি বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা (Weather Forecast)
রবিবার হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা (Weather Forecast) রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

ভারী বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় হতে পারে অতি ভারী বৃষ্টি। শুক্রবার ও শনিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: Prince Alwaleed bin Khaled Death: ২০ বছরের ঘুমের শেষে শেষ হল ‘ঘুমন্ত রাজপুত্র’-এর অধ্যায়
উত্তরবঙ্গেও রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি হয়েছে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সোমবার ও মঙ্গলবার কিছু এলাকায় সতর্কতা বজায় থাকবে। সব মিলিয়ে রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে বর্ষা। বিশেষ করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কারণে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।