ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক দিনের (Weather Update) টানা বর্ষণের পরে অবশেষে সোমবার দক্ষিণবঙ্গে দেখা মিলেছে রোদের। তবে সেই রোদ্দুরের আনন্দ খুব বেশি দিন টিকবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গরম ও আর্দ্রতার কারণে একদিকে যেমন অস্বস্তি বেড়েছে, অন্যদিকে নিম্নচাপের প্রভাবে আবারও ঘনিয়ে আসছে দুর্যোগ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই ফের শুরু হবে ঝড়-বৃষ্টি।
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Weather Update)
মঙ্গলবার (২২ জুলাই) থেকেই দক্ষিণবঙ্গের চার জেলায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম (Weather Update) মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এই চার জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ (Weather Update)
আলিপুর জানাচ্ছে, বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের (Weather Update) অঞ্চল তৈরি হতে পারে। সেই সঙ্গে রাজ্যে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, যার ফলে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এরই ফল হিসেবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বুধবার থেকে দুর্যোগ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কমলা সতর্কতা জারি
বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেমি) হতে পারে। বৃহস্পতিবার এই তালিকায় যোগ হবে কলকাতা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর। হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ পৌঁছতে পারে ২০ সেমি পর্যন্ত। ফলে এই সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা
শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। শনিবারও পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দুই বর্ধমান। রবিবার ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও অন্যান্য জেলার জন্য কোনও সতর্কতা জারি হয়নি, তবু সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর।

আরও পড়ুন: Daily Horoscope: গৌরী যোগে ভাগ্য খুলবে কাদের? জানুন রাশিফল!
উত্তরবঙ্গ আপাতত কিছুটা শান্ত। তবে শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলাতেও দুর্যোগ দেখা দিতে পারে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি।