Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাদ্র মাসের শুরুতেই (Weather Update) নিম্নচাপের দাপটে নাজেহাল রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা লাগাতার বৃষ্টির কবলে, আর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে গোটা রাজ্য জুড়েই।
দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পরিস্থিতি (Weather Update)
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ছত্তীসগঢ়ের উপরে একটি নিম্নচাপ (Weather Update) অঞ্চল অবস্থান করছে, যা মূলত ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর থেকে উঠে এসেছে। যদিও এই নিম্নচাপ পশ্চিমবঙ্গে সরাসরি প্রভাব ফেলছে না, তবে এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রবাহিত হচ্ছে প্রচুর জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পই দক্ষিণ ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে।
বৃষ্টির সতর্কতা জারি (Weather Update)
শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (Weather Update) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনায় শনিবার ও রবিবার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে শনিবার এবং পূর্ব মেদিনীপুরে রবিবার বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আজকের আবহাওয়া
কলকাতার তাপমাত্রাও এই মুহূর্তে স্বস্তিদায়ক। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। এই তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায় স্বস্তি পেলেও, বৃষ্টির জন্য জনজীবনে কিছুটা ব্যাঘাত ঘটছে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী দু-তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Kolkata Metro: মেট্রো পরিষেবা বন্ধ রবিবার, যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা!
ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে সেখানে। ফলে ওই এলাকায় মৎস্যজীবীদের যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে, অন্তত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।