ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একরাশ উষ্ণতা মেখে কেটেছে সরস্বতী পুজো ৷ জানুয়ারির শেষ লগ্ন থেকেই ফিকে শীতের আমেজ(Weather Update)৷ আর সরস্বতী পুজোর পর তো একেবারেই যেন বেজে গিয়েছে শীতের বিদায় ঘন্টা৷ কি ভাবছিলেন এবার শীতের পাঠ চুকল? আজ্ঞে না। মরশুমের শেষলগ্নে শীতপ্রেমীদের ফের একবার মিলল হাওয়া বদলের ইঙ্গিত৷ আবারও নামবে পারদ। কোনও কোনও জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফের আরও একবার শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী।
ফের শীতের খামখেয়ালি(Weather Update)
চলতি মরশুমে খামখেয়ালি মনোভাব দেখিয়েছে শীত। পারদের ওঠা-নামা চলেছে বারবার। হাওয়া অফিস জানাচ্ছে(Weather Update), আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তারপরের দু’দিনে ফের সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমার সম্ভাবনা তৈরি হয়েছে৷
সপ্তাহান্তে এক দফা শীতের কামড়(Weather Update)
আবহাওয়া অফিস(Weather Update) সূত্রে খবর, সপ্তাহ শেষে আরও এক দফা শীতের কামড়। শুক্রবার থেকেই ফের ঠাণ্ডা বাড়বে বাংলায়। শনি-রবিবার অনেকটাই নামতে চলেছে পারদ। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা পৌঁছেছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে ১৬ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা বলে খবর। অপরদিকে,ফের ১০ ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার পারদ। ১৩ ডিগ্রির ঘরে থাকতে পারে বাঁকুড়া-বীরভূমের তাপমাত্রা। তবে দিনে শীতের আমেজ পাওয়ার আশা নেই।
আরও পড়ুন: BGBS 2025: BGBS সম্মেলন করে কী ‘লাভ’ ? বিরোধীদের কটাক্ষয়ের জবাব মমতার
দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ তাপমাত্রা উপরের দিকেই থাকবে৷ তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দুই বঙ্গেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ৭ ফেব্রুয়ারি, শুক্রবারের পর থেকেই ফের তাপমাত্রা কমতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতন হবে। ফলে ফের ফিরবে হালকা শীতের আমেজ।
আরও পড়ুন: Kolkata Book fair: ইঁদুর-দৌড়ের দিনে মানুষ কি মানুষের জন্য? অমোঘ ভালোবাসার বার্তা দেয় বইমেলা-ও
বাংলার আকাশে কুয়াশার দাপট
উল্লেখ্য, সম্প্রতি, বাংলার আকাশে কুয়াশার দাপট ছিল দেখার মতো। তারপর আবার মেঘলা আকাশ। তারপর আবার ঘন মেঘ। তবে বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তবে শনিবার থেকে ফের নতুন করে ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে তাপমাত্রা। তবে কুয়াশার দাপটের কারণে বিমান চলাচলে সমস্যা হতে পারে।