ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৈদিক পঞ্জিকা অনুসারে আজ (Wednesday Lucky Zodiacs) চৈত্র শুক্লা পঞ্চমী তিথি। রাত ১১টা ৪৯ মিনিট পর্যন্ত শুক্লা পঞ্চমী তিথি থাকার পর ষষ্ঠী পড়ে যাবে। জ্যোতিষ গণনা অনুসারে কাল প্রীতি যোগ ও আয়ুষ্মান যোগের প্রভাব থাকবে। আজ থাকবে প্রথমে কৃত্তিকা নক্ষত্র ও পরে রোহিনী নক্ষত্রের প্রভাব। ২ এপ্রিল ২০২৫ বুধবার চাঁদ সারাদিন বৃষ রাশিতে অবস্থান করবে। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুসারে আজ কোন কোন রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন জেনে নিন।
সিংহ রাশি (Wednesday Lucky Zodiacs)
২ এপ্রিল প্রীতি যোগের প্রভাবে ভাগ্য খুলবে সিংহ রাশির জাতকদের (Wednesday Lucky Zodiacs)। আপনার পারিবারিক জীবনে আনন্দ থাকবে এবং নিজের শত্রুদের পরাজিত করে জয়লাভ করতে পারবেন। কাজের সুবাদে অফিসে সিনিয়রদের প্রশংসা পাবেন এবং কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূলে থাকবে। আইনি লড়াইতেও জয় পেতে পারেন। ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা আছে।

মেষ রাশি (Wednesday Lucky Zodiacs)
২ এপ্রিল ২০২৫ আয়ুষ্মান যোগের প্রভাবে ভাগ্য খুলবে মেষ রাশির জাতকদের। আপনি বেশ আনন্দ করে কাটাবেন। আচমকা বেশ কিছু অর্থলাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নেওয়ার ফলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। আপনি যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে।

আরও পড়ুন: Basanti Puja 2025: জেনে নিন এই বছর বাসন্তী পুজোর কোন দিন কী তিথি
কুম্ভ রাশি
২ এপ্রিল কোনও শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন কুম্ভ রাশির জাতকরা। গৌরী যোগের শুভ ফল লাভ করবেন আপনি। অতিরিক্ত বেশ কিছু অর্থলাভ করার যোগ আছে। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকলেও সন্ধেয় বন্ধুদের সঙ্গে হুল্লোড় করে সময় কাটাতে পারবেন। পুরোনো বিনিয়োগ থেকে আর্থিক লাভ হবে। পরিবারের সঙ্গেও ভালো সময় কাটাবেন।

বৃশ্চিক রাশি
কৃত্তিকা নক্ষত্রের প্রভাবে সৌভাগ্য লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। সব কাজ সৌভাগ্য বৃশ্চিক রাশির জাতকদের পাশে থাকবে। প্রচুর এনার্জিতে টগবগ করবেন। এর ফলে নিজের সব কাজই সফল ভাবে সম্পন্ন করতে পারবেন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে।
