ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী এই সপ্তাহের দু-দুটি রাজযোগের প্রভাব থাকবে(Weekly Horoscope)। নতুন সপ্তাহে মেষ রাশিতে গোচর করবে চাঁদ এবং কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল। জ্যোতিষ অনুসারে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং কর্কট রাশির অধিপতি গ্রহ চাঁদ। এই দুই গ্রহ পরস্পরের রাশিতে অবস্থান করার ফলে গঠিত হবে রাশি পরিবর্তন যোগ। এর পাশাপাশি মকর রাশিতে সূর্য ও বুধের যুতিতে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। এই সব শুভ যোগের প্রভাবে ২০ থেকে ২৬ জানুয়ারির মধ্যে এই সপ্তাহটি তুলা থেকে মীন রাশির কেমন যেতে পারে জানুন।
তুলা রাশির সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)
এই সপ্তাহে কর্মক্ষেত্রে অগ্রগতি হলেও আশানুরূপ ফল পাবেন না(Weekly Horoscope)। এই সপ্তাহে ভবিষ্যতের আর্থিক সুরক্ষার দিকে নজর দিন। আপনার কর্মদক্ষতা অন্যের ঈর্ষার কারণ হবে। সবাইকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। সপ্তাহের মাঝে অর্থের অপব্যয় থেকে সাবধান থাকুন। কারও কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়া উচিত হবে না। সপ্তায় শেষে অসুস্থ হয়ে পড়তে পারেন পরীক্ষার্থীরা।

বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)
জীবনের সব রকম সুখ আপনার হাতের মুঠোয় আসবে(Weekly Horoscope)। পুরোনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। কর্মক্ষেত্রে আপনি সাফল্যের শিখরে থাকবেন। সপ্তাহের মধ্যভাগে ব্যবসায় নতুন উদ্যোগে অগ্রসর হবেন। আত্মীয়দের সঙ্গে অশান্তি হতে পারে। সপ্তাহের শেষে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। অর্জিত সাফল্যে অন্য কেউ ভাগ বসানোর চেষ্টা করবে।

আরও পড়ুন:Weekly Horoscope: চন্দ্র-মঙ্গল রাশি পরিবর্তন যোগ, জানুন মেষ থেকে কন্যা রাশির কেমন যাবে এই সপ্তাহ?
ধনু রাশির সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে পরিস্থিতির অসাধারণ পরিবর্তন আপনার চোখে পড়বে(Weekly Horoscope)। উপার্জন বৃদ্ধির সঙ্গে সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সপ্তাহের মধ্যভাগে ভাই-বোনের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এবং তাদের দ্বারা উপকার পাবেন। মুখের ভাষায় লাগাম দিন। আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দের সময় কাটাবেন।

মকর রাশির সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে সর্বাঙ্গীন লাভ করবেন মকর রাশির জাতকরা। কর্মক্ষেত্রে উন্নতি হবে। খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন। সপ্তাহের মধ্যভাগে বিয়ে সংক্রান্ত কোনও বাধা আসতে পারে। নতুন কোনও ব্যবসা এই সপ্তাহে শুরু না করাই ভালো। চাকরিপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পেতে পারেন। বন্ধু-বান্ধবের অন্যায়ের প্রতিবাদ করলে সমস্যা দেখা দেবে।

আরও পড়ুন:Astrological Forecast: শুক্র ও শনির পরিবর্তনে এসব রাশির জীবনে আসবে নতুন সুযোগ, খুলবে ভাগ্যের দ্বার
কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল
আপনি নিয়মনিষ্ঠ এবং দৃঢ় প্রতিজ্ঞ। এই কারণে এই সপ্তাহে রাজনীতিতে আপনার সুনাম বৃদ্ধি পাবে। পরিশ্রমের দ্বারা আপনি পেশাগত ক্ষেত্রে উন্নতি করবেন। জমি ও সম্পত্তি কেনার হলে একটু ধৈর্য ধরুন। সপ্তাহের মধ্যভাগে ভ্রমণ হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে দেখতে হবে। রক্তচাপ, সর্দি-কাশি সংক্রান্ত রোগে কষ্ট পেতে পারেন।

মীন রাশির সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে নানা চিন্তার মধ্যে থাকবেন। কিন্তু চিন্তা কাটিয়ে বেরোতে বেশি সময় লাগবে না। প্রেমের সম্পর্কের উন্নতি হবে। সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে কারও দ্বারা প্রতারিত হতে পারেন। ঋণ দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবেন। দাঁত গলা হাড় সংক্রান্ত সমস্যায় কষ্ট পাবেন।
