ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্চ মাসের এই দ্বিতীয় সপ্তাহে (Weekly Horoscope) মীন রাশিতে গোচর করবে শুক্র। মীন রাশিতে শুক্রের অবস্থানের ফলে গঠিত হবে মালব্য রাজযোগ। জ্যোতিষ গণনা অনুসারে মালব্য যোগের প্রভাবে যেমন জাতক সব কাজে সৌভাগ্য লাভ করেন, তেমন এই শুভ যোগ জীবন সম্পদে ভরিয়ে তোলে। এর পাশাপাশি নতুন সপ্তাহে হবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। সোমবার ১০ মার্চ থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সেই সপ্তাহে মীন রাশিতে মালব্য রাজযোগ থাকবে। যার প্রভাব পড়বে অন্যান্য রাশিদের উপরেও। জেনে নিন এই সপ্তাহে কোন কোন রাশির ঘুরবে ভাগ্যের চাকা।
মীন রাশি (Weekly Horoscope)
এই সপ্তাহে বড় সিদ্ধান্ত নিতে পারেন মীন রাশির জাতকরা (Weekly Horoscope)। কোনও শুভাকাঙ্খী জরুরি বিষয়ে আপনাকে সাহায্য করবেন। ব্য়বসায় বড় আর্থিক লাভ হতে পারে। চাকরিজীবীরাও নতুন সপ্তাহে অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। ব্যক্তিগত জীবনেও সুখ থাকবে। কারোর সঙ্গে মতের অমিল থাকলে তা এই সময় মিটমাট হয়ে যাবে। প্রেম জীবন আগের চেয়ে ভালো হবে।

ধনু রাশি (Weekly Horoscope)
ধনু রাশির জাতকরা নতুন সপ্তাহে নানা কাজে ব্যস্ত থাকবেন (Weekly Horoscope)। তবে এই সব কাজেই সাফল্য পাবেন আপনি। কোনও ঘনিষ্ঠ বন্ধু বা প্রভাবশালী ব্য়ক্তির সাহায্য পেতে পারেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ করতে ফেলতে পারবেন। অফিসে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। নিজের মনের কথা প্রিয় মানুষের কাছে বলে ফেলুন। কোথাও বেড়াতে যেতে পারেন।

আরও পড়ুন: Lunar Eclipse Effect: মার্চ মাসে দু’বার গ্রহণ, বিপদ ঘনিয়ে আসতে পারে এই রাশির ভাগ্যে
সিংহ রাশি
১০ মার্চ থেকে শুরু সপ্তাহে সাফল্য পাওয়ার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে সিংহ রাশির জাতকদের। যে কাজ আপনি অনেক দিন ধরে করার চেষ্টা করছেন, সেই কাজ এবার সম্পূর্ণ করে ফেলতে পারেন। মনের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আগামী সপ্তাহে আরও মধুর হবে। পাশাপাশি নিজের প্রেমের সম্পর্ককে দাম্পত্যে পরিণত করতে পরিবারের সম্মতি পাবেন

মেষ রাশি
মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহটি নানা দিক থেকে লাভজনক হবে মেষ রাশির জাতকদের জন্য। মালব্য রাজযোগের প্রভাবে সপ্তাহের শুরু থেকেই আপনি কেরিয়ারে উন্নতি করার সুযোগ পাবেন। নিজের এনার্জিকে ভালো কাজে ব্যবহার করতে পারবেন। কাঙ্খিত সাফল্য লাভ করার সুযোগ পাবেন। অফিসে বস ও সহকর্মীদের সমর্থন আপনার সঙ্গে থাকবে।
