ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার থেকে নতুন সপ্তাহ শুরু হবে(Weekly Lucky Zodiacs), সেই সময় মকর রাশিতে গঠিত হবে ত্রিগ্রহী যোগ। নতুন সপ্তাহে মকর রাশিতে মিলিত হবে সূর্য, বুধ ও চাঁদ। এর ফলে বুধাদিত্য যোগের পাশাপাশি মকর রাশিতে থাকবে ত্রিগ্রহী যোগের প্রভাব। জ্যোতিষ গণনা বলছে যে অত্যন্ত শুভ এই যোগের প্রভাবে দারুণ ভাগ্যবান হতে চলেছেন পাঁচ রাশির জাতকরা। দেখে নিন আগামী সপ্তাহে সবচেয়ে সৌভাগ্যবানের তালিকায় আছে কোন কোন রাশি।
বৃশ্চিক রাশি (Weekly Lucky Zodiacs)
আগামী সপ্তাহ অত্যন্ত লাভজনক হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য(Weekly Lucky Zodiacs)। কেরিয়ার ও পড়াশোনা সংক্রান্ত কোনও ভালো খবর আপনি পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তাঁরা এই সময় ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন। সপ্তাহের শুরুতে ধর্মীয় কাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অফিসে সিনিয়ররা কাজের প্রশংসা করবেন।

মিথুন রাশি (Weekly Lucky Zodiacs)
২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহে সব কাজে সৌভাগ্য লাভ করবেন মিথুন রাশির জাতকরা(Weekly Lucky Zodiacs)। এই সময় আপনি বিনিয়োগ থেকে মোটা টাকা লাভ করতে পারবেন। নতুন বিনিয়োগের জন্যও এই সময়টা শুভ। তবে শুভাকাঙ্খীর পরামর্শ নিয়ে তবে বিনিয়োগ করুন। কারোর সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে সাফল্য পাবেন।

আরও পড়ুন:Saturday Horoscope: কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ, গ্রহরাজের আশীর্বাদে শান্ত হবে মন
ধনু রাশি
নতুন সপ্তাহ সৌভাগ্য ও সুখ নিয়ে আসবে ধনু রাশির জাতকদের জন্য(Weekly Lucky Zodiacs)। এই সময় আপনি সব কাজে সৌভাগ্যকে পাশে পাবেন। সপ্তাহের শুরুতেই কোনও সুখবর পেতে পারেন। জ্ঞান ও বুদ্ধি কাজে লাগিয়ে বড় সাফল্য পেতে পারেন সিংহ রাশির জাতকরা। দীর্ঘদিনের কোনও সমস্যা থেকে এই সময় মুক্তি পেতে পারেন। উপার্জনের নতুন পথ পাবেন।

কন্যা রাশি
জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুর এই সপ্তাহে ভাগ্যকে পাশে পাবেন কন্যা রাশির জাতকরা। এই সময় আপনার মধ্যে প্রচুর এনার্জি ও আত্মবিশ্বাস থাকবে। সব কাজ সহজে এবং সময়মতো সম্পন্ন করতে পারবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদ ও প্রতিষ্ঠা পেতে পারেন। সন্তানের বিষয়ে কোনও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।

আরও পড়ুন:Vastu Tips 3: মঙ্গলের দোষ কাটাতে বাড়িতে রাখুন এই ৫ জিনিস
মেষ রাশি
২৭ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে এই সপ্তাহে আর্থিক ভাবে দুর্দান্ত লাভ করার যোগ আছে কুম্ভমেষ রাশির জাতকদের। সপ্তাহের শুরুতে অতিরিক্ত উপার্জন হতে পারে। এই সময় আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। সপ্তাহের শুরুতে কোথাও সফর হতে পারে। এই সফর আপনার জন্য লাভজনক হবে। অফিসে সিনিয়র ও জুনিয়রদের সমর্থন পাবেন।
