ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ফেব্রুয়ারির শুরু থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ কার্যত উধাও হয়ে গিয়েছে (Weather Update)। কেউ কেউ ইতিমধ্যেই লেপ কম্বল সোয়েটার তুলতে শুরুও করে দিয়েছেন। করবেন নাই বা কেন, সরস্বতী পুজোতেও রীতিমতো গরমে অস্বস্তি অনুভূত হয়েছে। অনেকেই ভাবছেন এবছরের মত শীতের পাঠ বোধহয় চুকল। কিন্তু ফের একবার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত দিল।হাওয়া অফিস জানাচ্ছে, আবারও পারদ পতনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে (Weather Update)।
ফিরবে শীতের আমেজ? (Weather Update)
কখনও গরম আবার কখনও ঠান্ডা, ঘন ঘন নিজের চরিত্র বদল করছে আবহাওয়া (Weather Update)। আবহাওয়ার খামখেয়ালিপনায় সপ্তাহের শেষ থেকে ফের একবার আবহাওয়ায় বড় বদলের ইঙ্গিত। বিদায়বেলায় ফের ঘুরে দাঁড়াবে শীত।হাওয়া অফিসে রিপোর্ট বলছে, বৃহস্পতিবারের পর আবার একবার নিম্নমুখী তাপমাত্রার পারদ। শুক্রবার থেকেই ফের ঠাণ্ডা বাড়বে বাংলায়। শনি-রবিবার অনেকটাই নামতে চলেছে পারদ। পূর্ব বাংলাদেশ এবং আসামে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
আরও পড়ুন : সাড়ে চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, বাণিজ্য সম্মেলনের অষ্টম সংস্করণ ‘সফল’, দাবি মমতার
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ? (Weather Update)
শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফিরেছে শীতের আমেজ। বুধবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেড়েছে তাপমাত্রা (Weather Update)। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। তবে সপ্তাহের শেষে বা উইকন্ডে নিম্নমুখী পারদ। রবিবারের মধ্যে আরও দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। শীতের আমেজ কিছুটা ফিরবে।
কলকাতা (Kolkata) শহরের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ১৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে শীতের বিদায় পর্ব শুরু আগামী সপ্তাহে। সকালে কুয়াশা দেখা যাবে। আংশিক মেঘলা আকাশ। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা হুগলি হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। পশ্চিম বর্ধমান ও নদিয়া তে কখনো কুয়াশা বিক্ষিপ্তভাবে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আরও পড়ুন : সঞ্জয়ের ফাঁসি চেয়ে আবেদনের রাজ্যের এক্তিয়ার আছে? শুক্রবার রায় ঘোষণার সম্ভাবনা
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ?
উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠাণ্ডার আমেজ রয়েছে। উত্তরের জেলাগুলিতেও শুক্রবার থেকে নিম্নমুখী তাপমাত্রা। তবে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। উত্তরবঙ্গের ৩ জেলাতে কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা। আগামী সপ্তাহের শুরুর দিক থেকে ফের পারদ চড়বে। আবারও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে তাপমাত্রা।আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।