ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভ্যাপসা গরমে নাজেহাল সকলে। সূর্যের চড়া রোদে বাইরে বেরোনো দায়। এই পরিস্থিতিতে কিছুটা আশার বাণী শোনাল হাওয়া(Weather)অফিস। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।
কবে, কোন কোন জেলায় বৃষ্টি?(Weather)
চৈত্রেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই। পূর্বাভাস এলেও বৃষ্টি আসছে না প্রায় কোথাও। এই পরিস্থিতিতে নতুন সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসই দিয়ে রাখল আলিপুর আবহাওয়া(Weather) দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া । শুধু দক্ষিণবঙ্গে নয় আজ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হাল্কা বৃষ্টি হতে পারে।
কোন জেলায় সতর্কবার্তা?(Weather)
হাওয়া(Weather)অফিস জানিয়েছে, মঙ্গলবার অর্থাৎ আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ সব জেলাতেই। কলকাতা-সহ প্রতি জেলাতেই বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সতর্কতবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবারও একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা।

আরও পড়ুন: CPM Party Congress: সিপিএম কেন্দ্রীয় কমিটিতে নতুন ৫ মুখ, বাদ পড়লেন সূর্যকান্তসহ প্রবীণরা
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলায়। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আলাদা করে উত্তরবঙ্গের আট জেলায় সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার। এই দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সময় সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে আগামী কয়েক দিনে।