ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকেই আকাশ মেঘলা। মাঝেমধ্যে বৃষ্টিও দেখা দিয়েছে। হাওয়া অফিস(Weather Update) জানিয়েছে, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গেও ৬ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া(Weather Update)
দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া(Weather Update) দফতরের। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এবং হুগলি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে এই তিন জেলার কিছু অংশে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা।

হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শনিবার, রবিবার ও সোমবারে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া(Weather Update)
আলিপুর আবহাওয়া(Weather Update)দফতর সূত্রে খবর, দক্ষিণের পাশাপাশি শুক্রবার উত্তরবঙ্গের ছয় জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।

মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। শনিবার ও রবিবার উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: Dilip Ghosh Wedding: গোধূলিবেলায় ‘চিরকুমার’ দিলীপ ঘোষের চার হাত এক, সঙ্গে থাকবেন কারা?
কলকাতার আবহাওয়া
সকালে পরিষ্কার আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। ঝড়-বৃষ্টিতে রাতের তাপমাত্রা নামলো ৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে নীচে দিন ও রাতের তাপমাত্রা। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত বিকেল বা সন্ধের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন: Dilip Ghosh Marriage: চিরকুমারত্বের অবসান, ছাদনাতলায় দিলীপ ঘোষ!