ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়ে হামলার শিকার বেলঘরিয়ার সোনার বাংলা এলাকার যুবক সায়ন ঘোষ। ২২ বছর বয়সী সায়নের উপর অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। চোখ, মাথায়, দাঁতে মারাত্মকভাবে আহত হন সায়ন। কেবলমাত্র হিন্দু এবং ভারতীয় পরিচয় জানার পরে তারপর এই হামলা করা হয়। শনিবার রাতে গেদে-দর্শনা সীমান্ত দিয়ে বাড়িতে ফিরে আসলেও আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট তাঁর চোখেমুখে।
জানা গিয়েছে, ২৩ নভেম্বর গেদে-দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশ যান ওই যুবক। ২৬ নভেম্বর রাতে বাস ধরে বেলঘরিয়ার বাড়িতে ফিরে আসার কথা ছিল তাঁর। কিন্তু বন্ধুর অনুরোধে রাত সাড়ে আটটা নাগাদ বন্ধুর সঙ্গেই বাড়ির বাইরে বের হন সায়ন। তাতেই ঘটে যত বিপত্তি! বাড়ির বাইরে বেরিয়ে হামলার মুখে পড়েন সায়ন। সায়নকে বাঁচাতে গিয়ে তার বন্ধুও আহত হন।
আরও পড়ুন: https://tribetv.in/west-bengal-winter-weather-update/
এরপর স্থানীয় প্রশাসন কিংবা হাসপাতালে গেলেও প্রয়োজনীয় সহায়তা পাননি বলে অভিযোগ। উল্টে তার পরিচয়, তার বাংলাদেশ সফর নিয়ে নানা মুখ প্রশ্নের মুখে পড়তে হয়। এমনকি রক্তাক্ত অবস্থায় ৪ ঘন্টা ঢাকার রাস্তায় ঘুরতে থাকেন সায়ন। পরে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান সায়ন। কিছুটা সুস্থ হয়েই শনিবার বাড়ি ফিরে আসেন সায়ন। রবিবার সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনান তিনি।
আরও পড়ুন: https://tribetv.in/allegations-of-cuts-in-awas-yojona/
বলেন, ”সেই সময় বাংলাদেশি মুসলিম যুবক মিলে আমায় ঘেরাও করে জিজ্ঞাসাবাদ করে। আমায় বলছে তোকে তো কখনও দেখিনি। তোর ধর্ম কী? আমি বললাম আমি ইন্ডিয়ান। হিন্দু। তারপর কোনায় নিয়ে গিয়ে পকেট থেকে টাকা পয়সা ফোন ছিনতাই করে। আমি বাধা দিতে গেলে আমার মাথা পাথর মেরে ফাটিয়ে দেয়। চোখে ছুরি চালায়। গভীরভাবে আহত হই।”