Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর প্রতিযোগীকে বারবার ক্ষমা চাওয়ার কথা জানালেন দর্শক (Ranveer Allahbadia)। জনপ্রিয় ইউটিউবার ও পডকাস্টার রণবীর আল্লাহবাদিয়া ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শো-তে এক প্রতিযোগীকে আপত্তিকর প্রশ্ন করেছিলেন। এই ঘটনার পরে দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
একজন দর্শক মোহিত খোবানি জানিয়েছেন, রণবীর বারবার ক্ষমা চেয়েছেন, এবং প্রতিযোগীর স্বাচ্ছন্দ্যবোধের বিষয়টি যাচাই করেছেন (Ranveer Allahbadia)। তিনি বলেছেন, “রণবীর বারবার বলেছিলেন, ‘সরি, আপনাকে খারাপ লেগেছে কী?’”
রণবীর আল্লাহবাদিয়ার প্রতিক্রিয়া (Ranveer Allahbadia)
মোহিত খোবানি জানান, বিতর্কিত প্রশ্ন করার পর রণবীর প্রতিযোগীর কাছে বারবার দুঃখ প্রকাশ করেন (Ranveer Allahbadia)। শেষ পর্যন্ত ওই প্রতিযোগীই শো-টি জেতেন, এবং রণবীর মঞ্চে উঠে তাকে জড়িয়ে ধরেন। মোহিত বলেন, “অনেকেই পুরো পর্বটি না দেখেই মন্তব্য করছেন। আমি চাই, মানুষ সত্যিটা জানুক। অকারণে আমার প্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের ঘৃণা ছড়ানো উচিত নয়।” তিনি আরও বলেন, “কৌতুকশিল্পী ও প্যানেলিস্টরা নিশ্চিত করেছিলেন যে ওই প্রতিযোগী স্বাচ্ছন্দ্যবোধ করছেন।”
কি ঘটেছিল শো-তে? (Ranveer Allahbadia)
মোহিত দাবি করেন, রণবীর ও সময় রায়না প্রতিযোগীর অনুমতি নিয়েই প্রশ্ন করেছিলেন (Ranveer Allahbadia)। তিনি বলেন, “সময় রায়না বারবার জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি ঠিক আছেন তো?’ এবং রণবীরও বলেছেন, ‘আপনি ভালো করেছেন,’ তারপর আবার ক্ষমা চেয়েছেন যদি কৌতুকটি তাকে আঘাত করে থাকে।”
তিনি আরও বলেন, “কৌতুক জীবনের দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার একটি মাধ্যম। মানুষ হাসতে ও আনন্দ পেতে কৌতুক দেখে। যদি কৌতুকের মধ্যে আপত্তিকর কিছু ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেটার আর কোনো মূল্য থাকে না।”
কী ছিল বিতর্কিত প্রশ্ন?
শো-তে রণবীর আল্লাহবাদিয়া এক প্রতিযোগীকে জিজ্ঞাসা করেন, “আপনার বাকি জীবনের প্রতিদিন আপনার বাবা-মাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখবেন, নাকি একবার যোগ দিয়ে সেটি বন্ধ করবেন?” এই প্রশ্নের একটি ছোট ক্লিপ ভাইরাল হয়ে যায়, এবং এরপর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। রাজনৈতিক নেতারাও এই বিষয়টি নিয়ে সরব হন, এবং শো-টির নিষেধাজ্ঞার দাবি ওঠে।
আরও পড়ুন: Basabdatta Chatterjee: বহু দিন পর ছোট পর্দায় ফিরলেন বাসবদত্তা, হরি ঘোষের গোয়ালে কী করবেন তিনি?
FIR এবং আইনি ঝামেলা
এই ঘটনার পরে শো-এর নির্মাতা ও অতিথিদের বিরুদ্ধে একাধিক FIR দায়ের হয়। FIR-এ অভিযুক্তদের মধ্যে রয়েছেন; রণবীর আল্লাহবাদিয়া, সময় রায়না, আশীষ চঞ্চলানি, জশপ্রিত সিং এবং অপূর্বা মুখিজা।
রণবীর আল্লাহবাদিয়ার ক্ষমা চাওয়া ও ইউটিউব থেকে পর্ব মুছে ফেলা
বিরোধ বাড়তেই রণবীর আল্লাহবাদিয়া প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, এটি ছিল “বিচারের ভুল”। সময় রায়না পরে তার ইউটিউব চ্যানেল থেকে শো-এর সব পর্ব মুছে ফেলেন।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: এখনও বিশ্বাস করতে পারছেন না! ঋতুপর্ণার বাড়িতে গিয়ে হতবাক কাঞ্চন-শ্রীময়ী
সুপ্রিম কোর্টের সমালোচনা ও অন্তর্বর্তীকালীন সুরক্ষা
এই বিতর্কের পর রণবীর আল্লাহবাদিয়া সুপ্রিম কোর্টে আবেদন জানান, যাতে তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক FIR একত্র করা হয়। সুপ্রিম কোর্ট এই বিষয়ে রণবীরের মন্তব্যকে “অশ্লীল” বলে সমালোচনা করে এবং বলেন, “এ ধরনের মন্তব্যের জন্য তার লজ্জিত হওয়া উচিত।” তবে, আদালত তাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে, এবং নির্দেশ দিয়েছে যে তার বিরুদ্ধে নতুন কোনও মামলা দায়ের করা যাবে না।