Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজকের দিনে হোয়াটসঅ্যাপ আর শুধুমাত্র (WhatsApp Call Feature) বন্ধুবান্ধবের সঙ্গে চ্যাট বা আড্ডার মাধ্যম নয়। পেশাদার ক্ষেত্রেও এই অ্যাপটির ব্যবহার বেড়েছে বহু গুণে। বিশেষ করে কাজের বৈঠক, ক্লায়েন্ট মিটিং, টিম ম্যানেজমেন্ট সব কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কল। আর ঠিক সেই কারণেই ইউজারদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ।
‘শিডিউল কল’ (WhatsApp Call Feature)
জানা গিয়েছে, মেটার মালিকানাধীন এই মেসেঞ্জিং প্ল্যাটফর্ম (WhatsApp Call Feature) এবার চালু করল ‘শিডিউল কল’ নামের একটি অত্যন্ত কার্যকর ফিচার। এই ফিচার ব্যবহার করে আপনি এবার থেকে গ্রুপ কল আগে থেকেই নির্ধারিত করে রাখতে পারবেন। নির্দিষ্ট সময় অনুযায়ী, ঠিক কল শুরুর আগে অংশগ্রহণকারীদের মোবাইলে পৌঁছে যাবে নোটিফিকেশন। ফলে সময়মতো মিটিংয়ে যোগ দেওয়া বা ভুলে যাওয়ার ঝামেলা অনেকটাই কমে যাবে।
ঘাটতিও মেটাতে চলেছে (WhatsApp Call Feature)
কাজের দুনিয়ায় এখন অনলাইন বৈঠকের সংখ্যা অনেক বেড়ে (WhatsApp Call Feature) গিয়েছে। জুম, গুগল মিট, টিমস-এর মতো অ্যাপগুলো যেখানে আগেই শিডিউল করে মিটিং করার সুবিধা দেয়, সেখানে পিছিয়ে ছিল হোয়াটসঅ্যাপ। এবার সেই ঘাটতিও মেটাতে চলেছে তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকরা যাতে আরও পেশাদার উপায়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই এই নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
কীভাবে শিডিউল করবেন কল?
- প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে ‘কল’ ট্যাবে যেতে হবে। তারপর (+) আইকনে ক্লিক করলেই ‘শিডিউল কল’ অপশনটি দেখতে পাবেন। এখান থেকেই নির্ধারিত তারিখ ও সময় দিয়ে আপনি কল সেট করতে পারবেন। যাঁদেরকে কলের অংশগ্রহণকারী হিসেবে যুক্ত করা হবে, তাঁরা সকলেই সময় মতো একটি নোটিফিকেশন পাবেন।

- এর ফলে গ্রুপ মিটিংয়ের আগে কাউকে আলাদাভাবে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না, কিংবা কেউ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। সহজভাবে বললে, জুম বা গুগল মিটের মতো ফিচার এবার হোয়াটসঅ্যাপেও মিলছে।
আরও পড়ুন: Amavasya Astro: অমাবস্যার দিনে রাশিতে বড় পরিবর্তনের ইঙ্গিত, কার ভাগ্যে কী ঘটতে চলেছে?
বিশেষজ্ঞদের মতে, করোনাকাল পরবর্তী সময়ে যেভাবে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল মাধ্যম হয়ে উঠেছে, সেখানে এই ফিচার বিশেষভাবে কাজে আসবে। শুধু অফিসিয়াল নয়, পারিবারিক বা সামাজিক আয়োজনেও সময়মতো ভার্চুয়াল মিটিং শুরুর জন্য এই ফিচার কার্যকর হয়ে উঠবে।