ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রযুক্তির জগতে বিপ্লব আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার ফোনে অ্যাপ না রেখেও হোয়াটসঅ্যাপ চ্যাট করা যাবে! এমনই এক যুগান্তকারী ফিচার আনছে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম। নতুন ফিচারটির নাম ‘Guest Chat’, যা ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে Android Beta Version 2.25.22.13-এ দেখা গেছে। এই ফিচার চালু হলে, এমন মানুষরাও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন যারা এখনো অ্যাপ ডাউনলোড করেননি বা অ্যাকাউন্ট নেই।
কীভাবে কাজ করবে ‘গেস্ট চ্যাট’ ফিচার? (WhatsApp)
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী একজন বিশেষ চ্যাট লিঙ্ক পাঠাবেন। প্রাপক যদি হোয়াটসঅ্যাপে রেজিস্টার না-ও করেন, তবুও ওই লিঙ্কের মাধ্যমে সরাসরি চ্যাটে প্রবেশ করা যাবে। ওয়েব ব্রাউজার থেকেই পুরো চ্যাট চলবে—অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট তৈরির দরকার নেই।
সুরক্ষার দিকেও গুরুত্ব, থাকবে End-to-End Encryption
এই চ্যাটেও থাকবে End-to-End Encryption—যেমনটা মূল অ্যাপে পাওয়া যায়।
এর ফলে ব্যক্তিগত তথ্য ও মেসেজ নিরাপদ থাকবে।
কী সুবিধা পাবেন, আর কী পাবেন না?
যা করা যাবে (WhatsApp)
সরাসরি টেক্সট মেসেজ চালাচালি
অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার
এনক্রিপ্টেড নিরাপদ চ্যাট
যা করা যাবে না
- ছবি, ভিডিও, GIF পাঠানো যাবে না
- ভয়েস বা ভিডিও মেসেজ পাঠানো যাবে না
- হোয়াটসঅ্যাপ কল করা যাবে না
- গ্রুপ চ্যাটে যোগ দেওয়া যাবে না
- কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?
- যাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না বা করেন না বলে যোগাযোগে সমস্যা হয়
- অনলাইন কাস্টমার সার্ভিস বা ওয়েবসাইটভিত্তিক চ্যাট সাপোর্ট দিতে চায় এমন সংস্থা
- কম ডেটা খরচে শুধু ম্যাসেজে যোগাযোগ রাখতে চান এমন ব্যবহারকারী
কবে আসবে এই ফিচার
এখনো পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও আশা করা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সর্বসাধারণের জন্য এই ফিচার চালু হতে পারে।
আরও পড়ুন: India US Tariff War : ইউরেনিয়াম আমদানির প্রশ্নে চুপ ট্রাম্প, তেল নিয়ে আবারও শুল্কের হুঁশিয়ারি
‘গেস্ট চ্যাট’ ফিচার হোয়াটসঅ্যাপকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চলেছে। অ্যাপ ছাড়াই, শুধুমাত্র লিঙ্কের মাধ্যমে চ্যাটের সুযোগ এনে বহু মানুষকে যুক্ত করবে WhatsApp-এ। যদিও কিছু সীমাবদ্ধতা থাকছে, তবুও যোগাযোগের জগতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।