ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শারদীয়া নবরাত্রির মতো চৈত্র (Basanti Puja) নবরাত্রিও দেবী দুর্গার আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শারদীয়া নবরাত্রিতে যেমন বাঙালিরা শারদীয়া দুর্গাপুজো করে থাকেন, তেমনই চৈত্র নবরাত্রিতে হয় বাসন্তী পুজো। বসন্তকালে এই দুর্গা পুজো হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়ে থাকে। বাসন্তী পুজোই হল বাঙালির আসল দুর্গা পুজো। শরৎ কালে শ্রী রামচন্দ্র করেছিলেন অকাল বোধন যে কারনে সেটিই হয়ে গেছে দুর্গা পুজো। কিন্তু বাঙালীর আসল দুর্গা পুজো কিন্তু এই বাসন্তী পুজোই।
প্রতিপদ থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি (Basanti Puja)
চৈত্র (Basanti Puja) অমাবস্যার পরের দিন, অর্থাৎ চৈত্র শুক্লা প্রতিপদ থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই বছর নবরাত্রি শুরু হবে আগামী ৩০ মার্চ থেকে। সেই দিনই করা হবে ঘট স্থাপন। বাসন্তী পুজোর ষষ্ঠী আগামী ৪ এপ্রিল। সপ্তমী থেকে নবমী পড়েছে ৫, ৬ ও ৭ এপ্রিল। মনে করা হয়, এই দিনেই জন্ম হয়েছিল রামচন্দ্রের। তাই চৈত্র নবরাত্রির নবমীতেই পালিত হয় রাম নবমী।

আরও পড়ুন: Horoscope Today: বজরংবলীর কৃপায় ভাগ্য খুলবে কাদের, জানুন রাশিফল!
আলাদা বাহনে চড়ে প্রতিবার মর্ত্যে (Basanti Puja)
শাস্ত্র অনুসারে হাতি, ঘোড়া, নৌকা ও পালকির মতো আলাদা আলাদা বাহনে চড়ে প্রতিবার মর্ত্যে আসেন দুর্গা। এই বছর চৈত্র নবরাত্রিতে দেবীর আসা যাওয়া দুটোই হাতিতে। দেবীর গজ বাহন শাস্ত্রমতে অত্যন্ত শুভ। এর ফলে সাধারণ মানুষের হাতে অর্থের যোগান বাড়বে, দেশের অর্থনীতি ভালো দিকে মোড় নেবে বলে জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।