Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জানা গেছে, ইংল্যান্ডে আহত ঋষভ পন্থের পরিবর্তে বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan Reject BCCI Offer)। কিন্তু তাকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে হয়েছিল।
পন্থের বাদ পড়ার পর যোগাযোগ করা হয়েছিল ইশানের সঙ্গে (Ishan Kishan Reject BCCI Offer)
ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের বাকি অংশ থেকে ঋষভ পন্থ ছিটকে পড়ার খবর আসার পরই, নির্বাচক কমিটি তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় ইশান কিষানকে দলের সঙ্গে যুক্ত করার জন্য (Ishan Kishan Reject BCCI Offer)। অজিত আগরকরের নেতৃত্বাধীন সেই কমিটি চেয়েছিল, পন্থের পরিবর্ত হিসেবে উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষানকে ইংল্যান্ড পাঠাতে। তবে, ইশান জানিয়ে দেন, তিনি যেতে পারবেন না।
স্কুটি থেকে পড়ে চোট, পায়ে সেলাই (Ishan Kishan Reject BCCI Offer)
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইশান কিষান একটি স্কুটি থেকে পড়ে গিয়ে চোট পান (Ishan Kishan Reject BCCI Offer)। চোট এতটাই গুরুতর ছিল যে তার বাম পায়ে সেলাই পড়ে। এর জেরে ইংল্যান্ড উড়ে যাওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানান ইশান। এই চোটের কথাই ইশান কিষানের তরফ থেকে নির্বাচকদের জানানো হয়েছে।
আরও পড়ুন: Ben Stokes Blasted for targeting Pant: লক্ষ্য ঋষভের পা! সমাচলনার মুখে স্টোকস
নটিংহ্যামশায়ারের হয়ে ভালো পারফরম্যান্স করেছিলেন ইশান
সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার জন্য স্বল্পমেয়াদি চুক্তিতে যুক্ত হয়েছিলেন ইশান কিশান। সেখানেই ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। দুই ইনিংসে ৮৭ ও ৭৭ রানের ইনিংস খেলে সকলকে মুগ্ধ করেছিলেন। সেই পারফরম্যান্সের পরই তার ওপর দৃষ্টি পড়েছিল নির্বাচকদের।
ঋষভ পন্থের জায়গায় দলে আসছেন জগদীশন
অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, চোটগ্রস্ত ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে দলে প্রায় নিশ্চিতভাবে তাঁর জায়গা নিচ্ছেন এন জগদীশন। তামিলনাড়ুর এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার ৫২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। তাতে ১৩৩টি ক্যাচ ও ১৪টি স্টাম্পিং করেছেন। তাঁর ঝুলিতে আছে ৩৩৭৩ রান।
চূড়ান্ত টেস্টে স্কোয়াডে যোগ দেবেন জগদীশন
জানা গিয়েছে, জগদীশন অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে দলের সঙ্গে যুক্ত হবেন। নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট প্রথমে ইশান কিষানকে বিবেচনায় রেখেছিল, কিন্তু পরে জানা যায় ঝাড়খণ্ডের ২৭ বছর বয়সী এই ক্রিকেটার উপলব্ধ নন। ফলে জগদীশনই হচ্ছেন পন্থের বিকল্প হিসেবে ভারতীয় স্কোয়াডে নতুন মুখ।