ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহ দু’য়েক আগেই ইতি টেনেছেন ক্রিকেট কেরিয়ারে। দেশের অন্যতম সেরা উইকেট কিপার ঋদ্ধিমান সাহার দ্বিতীয় ইনিংস নিয়ে পরিকল্পনা কী? দীর্ঘ ২৮ বছরের ক্রিকেট কেরিয়ারে আক্ষেপ বা ভবিষ্যৎ ইচ্ছা কী? কোন অধরা স্বপ্ন পূরণ করতে চান! সংবর্ধনায় ভেসে সবকিছুই জানালেন সকলের প্রিয় ঋদ্ধি (Wriddhiman Saha)।
সৈয়দ কির্মানি, মহেন্দ্র সিং ধোনির পর তাঁকেই ভারতের অন্যতম সেরা উইকেট কিপারের সার্টিফিকেট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট মহল। শূন্যে শরীর ছুঁড়ে ধরা তাঁর অবিশ্বাস্য ক্যাচ গুলো আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সেরা পোস্টার হয়ে রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর তিনিই হলেন একমাত্র বাঙালি ক্রিকেটার, যিনি ভারতের হয়ে ৪০ টি টেস্ট এবং ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি সকলের প্রিয় ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।
বর্ণময় ক্রিকেট কেরিয়ারে ইতি (Wriddhiman Saha)
দীর্ঘদিন বাংলার হয়ে খেলার পর একসময় অভিমানে বাংলা ছেড়ে ত্রিপুরায় পাড়ি দিয়েছিলেন ঋদ্ধি। কিন্তু শিকড়ের টানে আবারও বাংলায় ফিরে সপ্তাহ দু’য়েক আগে ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফিতে খেলেই দীর্ঘ ২৮ বছরের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন বাংলা তথা দেশের অন্যতম সেরা উইকেট কিপার।সকলের প্রিয় পাপালিকে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হল। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋদ্ধির স্ত্রী রোমি সাহা ও কন্যা আনভি। ক্লাবের পক্ষ থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হলো তাঁদের হাতেও। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া ও তাঁর স্ত্রী। ঋদ্ধির ফ্যান ক্লাবের সদস্যরাও বিশেষ উপহার তুলে দিল তাদের প্রিয় ক্রিকেটার ও পরিবারের হাতে।
গত ২৮ বছর ধরে যে রুটিন মেনে এসেছেন তাতে এবার ছেদ পড়েছে। জীবনের দ্বিতীয় ইনিংসটা কাটাবেন কীভাবে? কীই বা পরিকল্পনা? মাঠের ছেলে। তাই খেলার সঙ্গেই জড়িয়ে থাকতে চান। সেই সঙ্গে পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান বলেই জানিয়ে দিলেন ঋদ্ধি (Wriddhiman Saha)। এতদিন টিভিতে বসে বা মাঠে গিয়ে স্বামীর খেলা দেখেছেন। আর সেটা হবে না ভেবে একটু মন খারাপ ঋদ্ধির স্ত্রী রোমি সাহার। তিনিও চাইছেন ঋদ্ধি মাঠেই থাকুক এবং খেলার সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখুক।

বড় মঞ্চে কোচিং (Wriddhiman Saha)
অবসরের পরই কলকাতা নাইট রাইডার্সের থেকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু এখনই বড় মঞ্চে কোচিং করতে প্রস্তুত নন বলে কেকেআরের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেই জানালেন ঋদ্ধি। কোচিংয়ে অভিজ্ঞতা বাড়িয়েই ভবিষ্যতে এই ধরনের প্রস্তাব নিয়ে চিন্তা-ভাবনা করতে চান। তবে বাংলার কোচ হওয়ার প্রস্তাব যদি সিএবির পক্ষ থেকে আসে, তাহলে তার জন্য প্রস্তুত শিলিগুড়ির পাপালি।
দীর্ঘ ২৮ বছরের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে পেয়েছেন অনেক সাফল্য। আবার অধরা রয়ে গিয়েছে অনেক স্বপ্ন ও ইচ্ছা। স্ত্রী রোমি তাঁকে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য হিসেবে দেখতে চেয়েছিলেন। সেই আক্ষেপটা সারা জীবন থেকে যাবে বলেই জানালেন ঋদ্ধি (Wriddhiman Saha)। তবে, ভবিষ্যতে যদি বাংলা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়, তাহলে সেই দলের সঙ্গে কোনও ভাবে যুক্ত থাকার ইচ্ছা মনের ভিতরে সযত্নে লালন করে চলেছেন তিনি।
আরও পড়ুন: National Games:টেবল টেনিসে জোড়া সোনা বাংলার, জাতীয় গেমসে দাপট ঐহিকা, সুতীর্থা, অনির্বাণদের
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। বুমরাহীন ভারতীয় দল ফাইনালে উঠবে এবং অন্যতম ফেভারিট বলেই আত্মবিশ্বাসী ঋদ্ধি। সেইসঙ্গে, উইকেট কিপার হিসেবে কেএল রাহুলের থেকে ঋষভ পন্থ-ই যে তাঁর প্রথম পছন্দ, তাও জানাতে ভুললেন না। এবার কি তাঁকে নিয়েও বায়োপিক তৈরি হবে? উত্তরের ঋদ্ধি জানিয়ে দিলেন, তিনি বোরিং মানুষ। তাই সেই সম্ভাবনা নেই।
অবসরের পর অনেককেই রাজনীতিতে যোগ দিতে দেখা গিয়েছে। কিন্তু আগে সেই প্রস্তাব পেলেও ভবিষ্যতে আর তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই। ক্রিকেট মাঠের সঙ্গেই যুক্ত থাকতে চান বলেই জানিয়ে দিলেন ঋদ্ধি।