ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইস্তাম্বুল-সাইপ্রাস ফ্লাইটে ধূমপান (Women Caught Smoking) করতে গিয়ে ধরা পড়লেন এক মহিলা, কেবিন ক্রুরা সিগারেট লাইটার বাজেয়াপ্ত করার চেষ্টা করলে বেঁধে যায় গোলমাল। বিমানে ধূমপান বিমান আইন অনুসারে কঠোরভাবে নিষিদ্ধ কারন বিমানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে সে কথা জেনেও ওই মহিলা কেন এই কাজ করলেন তা নিয়ে সংশয়ে সকল যাত্রী।
বিমানের ভেতরে প্রকাশ্যে ধূমপান (Women Caught Smoking)
ইস্তাম্বুল থেকে সাইপ্রাস যাওয়ার পথে ফ্লাইটের মাঝপথে ঘটে গেল এমনই ঘটনা যা দুর্ঘটনায় পরিনত হতে পারতো। মহিলা যাত্রী বিমানের ভেতরে প্রকাশ্যে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন (Women Caught Smoking)। নীল বোরকা পরা এবং সানগ্লাস পরা মহিলা, জানালার পাশে বসে, বিমানের ভেতরে নিরাপত্তা বিধি লঙ্ঘন করে এক ভয়াবহ দৃশ্য তৈরি করেন। তাঁকে দেখা গেল বিমানে বসেই সিগারেটে টান দিতে। যা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের।
ধরা পড়েন কুরুর কাছে (Women Caught Smoking)
ঘটনাটি ২০১৯ সালে ঘটেছিল বলে জানা গেছে, তার পরে তাকে আটক করা হয়েছিল, ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় আবার দেখা যাচ্ছে। একটি ভাইরাল ভিডিওতে, মহিলাকে হঠাৎ সিগারেট টানতে দেখা যাচ্ছে (Women Caught Smoking)। তিনি তার মুখের আবরণটি নামিয়ে এবং গোপনে ধোঁয়া কেবিনের বাতাসে ছেড়ে দিয়ে তার কর্মকাণ্ড লুকানোর চেষ্টা করেন, তবে তিনি তৎক্ষণাৎ ধরা পড়েন ক্রু কাছে।
আরও পড়ুন: Coffee On Lotus Leaf: সুদৃশ্য কাপ-ডিশ অতীত, এবার কফি খান পদ্ম পাতায়
সিট কভার পুড়িয়ে ফ্লাইটে হট্টগোল
কেবিন ক্রু দ্রুত তার সিটে ছুটে যান। বিমানের পরিচারিকারা হস্তক্ষেপ করার চেষ্টা করেন এবং তার সিগারেট লাইটারটি কেড়ে নেন। দেখা যায় যে তিনি তাদের প্রতিরোধ করছেন এবং ইগনিটিং টুল ব্যবহার করে সিট কভার পুড়িয়ে ফ্লাইটে হট্টগোল সৃষ্টি করছেন। ভিডিওতে, কর্মীদের তার লাইটারে জল ঢেলে, আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।