ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহিলা কোচের সংখ্যা বাড়ছে লোকাল ট্রেনে। বর্তমানে প্রতিটি ইএমইউ লোকালে মহিলাদের জন্য দুটি কোচ সংরক্ষিত রয়েছে, যা বিশেষত অফিস সময়ে মহিলাদের ভিড় সামলাতে যথেষ্ট নয়। মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে এবার থ্রি ফেজ ইএমইউ (ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) রেকে মহিলা কামরার (Women Compartment) সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিয়ালদহ ডিভিশন।
২টো নয় এবার ৩টে মহিলা কামরা (Women Compartment)
বর্তমানে প্রতিটি ইএমইউ লোকালে মহিলাদের জন্য দুটি কোচ (Women Compartment) সংরক্ষিত রয়েছে। যা বিশেষত অফিস সময়ে মহিলাদের ভিড় সামলাতে যথেষ্ট নয়। বর্তমানে কিছু মাতৃভূমি লোকাল চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও যাত্রীসংখ্যা বৃদ্ধির কারণে লেডিজ কম্পার্টমেন্ট আরও প্রসারিত করার প্রয়োজনীয়তা দেখা গেছে। তাই এবার লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহের উত্তর, দক্ষিণ ও মেন লাইনে চলাচলকারী ৩ ফেজ ইএমইউ লোকালে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা বাড়ানো হবে। জানা গেছে, ৩ ফেজ ইএমইউ রেকের প্রতিটি ট্রেনে দ্বিতীয় কোচের পাশাপাশি তৃতীয় কোচের একটি অংশও শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
আরও পড়ুন: Call Center Scam: শহরে ভুয়ো কল সেন্টার, উদ্ধার লক্ষ লক্ষ টাকা!
শিয়ালদহ বিভাগ ভারতের ব্যস্ততম রেলওয়ে জংশনগুলির মধ্যে একটি, যেখানে প্রতিদিন গড়ে ১৫-১৮ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ শাখায় প্রচুর মহিলা যাত্রী নিয়মিত যাতায়াত করেন। সাম্প্রতিক সময়ে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়, মহিলা যাত্রীদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। তাই অতিরিক্ত মহিলা কোচ (Women Compartment) সংযোজন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
আরও পড়ুন: Sealdah Division: দক্ষিণের রেলস্টেশন থেকে মেট্রো স্টেশনের রাস্তা আরও সহজ!
আগে ৯ বগির ইএমইউ লোকাল ট্রেনগুলিতে ২টি মহিলা কোচ ছিল। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এবং মহিলাদের আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে, নতুন ১২ বগির ইএমইউ ট্রেনে এবার থেকে ৩টি মহিলা কোচ সংযুক্ত করা হবে। এই নতুন ব্যবস্থা যাত্রী প্রবাহকে আরও সুসংগঠিত করবে, ট্রেনের ভিড় কমাবে এবং সামগ্রিক রেল পরিচালনাকে আরও উন্নত করবে। এছাড়াও, অতিরিক্ত মহিলা কোচ (Women Compartment) চালু হলে মহিলারা আরও স্বাধীনভাবে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন এবং যৌন হয়রানির ঝুঁকি কমবে।