ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বারুদের স্তূপেই নাকি সুখ খুঁজে পাচ্ছে বেশ কয়েকটি দেশের মানুষ (World Happiness Index)! যেখানে সন্ত্রাসবাদ আর যুদ্ধে মৃত্যুর হাহাকার শোনা যাচ্ছে, সেখানেই নাকি মানুষ অনেক বেশি সুখে বাস করছেন। এমনকি সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের মানুষও নাকি বেজায় সুখে রয়েছেন। অন্যদিকে যুদ্ধ মুক্ত বেশ কিছু দেশের মানুষ নাকি সুখ খুঁজে পাচ্ছেন না। যার মধ্যে ভারতও। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার। গত ২০ শে মার্চ ‘’বিশ্ব সুখ-সুচক” সংক্রান্ত এই রিপোর্টটি প্রকাশিত হতেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
“বিশ্ব সুখ-সূচক”( World Happiness Index)
ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার প্রতিবছর বিশ্বব্যাপি মানুষের জীবনের সুখের পরিমাণ নিয়ে গবেষণা চালায় (World Happiness Index)। যে গবেষণার পর একটি রিপোর্ট প্রকাশ করে যা ‘’বিশ্ব সুখ সূচক’’ বলা হয়। যার উপর ভিত্তি করে অনুমান করা যায় বিশ্বের দেশ গুলি মধ্যে কোন দেশের মানুষ বেশি সুখী। আর কোন দেশের মানুষ সুখ খুঁজে পাচ্ছেন না!
সন্ত্রাসের আঁতুড়ঘরে সুখ? (World Happiness Index)
গত ২০শে মার্চ প্রকাশিত রিপোর্টে বিশ্ব-সুখ সূচকের (World Happiness Index) নিরিখে ভারতকে পাকিস্তানের তুলনায় কম সুখী হিসেবে দেখানো হয়েছে যা নিয়ে বিশ্ব ব্যাপী শুরু হয়েছে বিতর্ক। এমনকি যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন ও প্যালেস্টাইনের মানুষ নাকি ভারতের মানুষের চেয়ে বেশি সুখে রয়েছে। যেখানে পাকিস্তান দেউলিয়া হতে চলেছে, সাথে গৃহযুদ্ধ ও সন্ত্রাসবাদের কারণে ডুবতে বসেছে দেশটি, সেখানে পাকিস্তান কীভাবে ভারতের আগে স্থান পায় সুখ সূচকে এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। নেট নাগরিকদের অনেকেই অক্সফোর্ডের দেওয়া এই রিপোর্টকে ‘’পাগলের প্রলাপ’’ বলে কটাক্ষও করছেন।

আরও পড়ুন: Jamaat E Islami: বাংলাদেশে স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াতে
বিশ্ব সুখ সূচকে ভারতের স্থান কত?
বিশ্ব সুখ সূচকে ১৪৭টি দেশের তালিকায় ভারতের স্থান হয়েছে ১১৮তম। কিন্তু আশ্চর্যের বিষয় ভারতের আগে রয়েছে প্যালেস্টাইন, ইজরায়েল, ইউক্রেন ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ। এজন্যই বিশ্ব সুখ সূচকের সমীক্ষকদের উপর পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এই সংক্রান্ত সমীক্ষা করলেও আমেরিকার ম্যানেজমেন্ট সংস্থা ‘গ্যালাপ’ সহযোগিতা করেছে তাঁদের। রিপোর্ট অনুযায়ী ২০২২ এবং ২০২৩ সালের তুলনায় ভারতের অবস্থার উন্নতি হয়েছে। ওই দু’বছর ১২৬তম স্থানে ছিল নয়াদিল্লির নাম।

আরও পড়ুন: GE Aerospace: কথা রাখলেন ট্রাম্প, এফ৪০৪ ইঞ্জিন ভারতে পাঠালো আমেরিকা
সুখ সূচকে ভারতের আগে কারা?
বিশ্ব সুখ সূচক ২০২৫-এ ভারতের আগে রয়েছে পাকিস্তান, রিপোর্টে পাকিস্তান ১০৯ নম্বর স্থানে রয়েছে। পাকিস্তানেও আগে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্টাইন। এই রিপোর্টে প্যালেস্টাইন ১০৮ নম্বর স্থানে রয়েছে। ইউক্রেন রয়েছে ১১১ নম্বর স্থানে। ভারতের আগে রয়েছে আফ্রিকার বেশ কয়েকটি দেশের নাম। তার মধ্যে রয়েছে ক্যামেরুন, নাইজেরিয়া, সেনেগাল, নাইজার, মরক্কো, তিউনিশিয়া এবং কেনিয়া। ভারতের প্রতিবেশী দেশ গুলির মধ্যে নেপাল এবং ভুটানের স্থান রয়েছে ৯২ এবং ৯৫।পূর্ব দিকের বাংলাদেশ এবং মায়ানমার রয়েছে ১৩৪ এবং ১২৬ নম্বর স্থানে। তাইল্যান্ড, জাপান এবং দক্ষিণ কোরিয়া রয়েছে যথাক্রমে ৪৯, ৫৫ এবং ৫৮ নম্বর স্থানে। শ্রীলঙ্কা রয়েছে ১৩৩ নম্বরে। শ্রীলঙ্কা রয়েছে ১৩৩ নম্বরে।