ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার পাশাপাশি জেলার একাধিক রাজবাড়ির দুর্গাপুজো নিয়ে আকর্ষণ থাকে দর্শনার্থীদের। নদিয়া জেলার কৃষ্ণনগর রাজবাড়ির পুজো রয়েছে সেই তালিকায়। শাক্ত মতে প্রাচীন ধর্মীয় রীতিনীতিকে বজায় রেখে হোম যজ্ঞের মধ্যে দিয়ে বৃহস্পতিবার শুভ সূচনা হল নদিয়ারাজ মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি প্রাঙ্গনে দেবী দুর্গার আরাধনা।
চিরাচরিত প্রথা মেনে প্রতিপদের দিন থেকেই জ্বলে উঠল কৃষ্ণনগর রাজবাড়ির হোম কুণ্ড। জ্বলবে নবমী পর্যন্ত। এখানে দেবী দুর্গা রাজরাজেশ্বরীর নামে পরিচিত। এদিন সকাল থেকে নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে দেবী আরাধনার সূচনা পর্বে অংশগ্রহণ করেন রাজ পরিবারের সদস্যরা।
আরও পড়ুন:https://tribetv.in/the-chief-minister-also-inaugurated-pujas-in-the-city-on-thursday/
কৃষ্ণনগর রাজবাড়ির পুজোর (Krishnanagar Rajbari Durga Puja) অন্যতম বৈশিষ্ট্য, দেবী রাজরাজেশ্বরী সিংহের বদলে ঘোড়ার ওপরে বিরাজ করেন। অন্যান্য দেবী দুর্গা মূর্তির তুলনায় কৃষ্ণনগর রাজবাড়ির রাজ রাজেশ্বরীর মূর্তি একেবারেই ভিন্ন। প্রাচীন রীতি অনুসারে আজও রাজরাজেশ্বরীর পেছনের চালিতে চালচিত্র দেখা যায়। মহা ধুমধাম করে রাজ পুরোহিত দ্বারা নদিয়ার কৃষ্ণনগর রাজ বাড়ির রাজরাজেশ্বরীর পুজো হয়।
প্রাচীনকাল থেকে কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ বাড়িতে দেবী দুর্গা রাজরাজেশ্বরী রূপে পূজিত হয়ে আসছেন। এবছরেও পুরনো রীতি বজায় রেখে দেবী আরাধনা হলেও পুজো প্রাঙ্গণেও দেখা মিলতে পারে সম্প্রতি ঘটে যাওয়া অভয়া কাণ্ডের প্রতিবাদ। এমনই জানালেন রাজমাতা অমৃতা রায়। তিনি জানান, পুরনো রীতি বজায় রেখে বেল কাঠ ও ঘৃতাহুতির মাধ্যমে হোম কুণ্ড প্রজ্বলন করা হবে, চলবে নবমী পর্যন্ত। এছাড়াও অভয়া কাণ্ডের প্রতিবাদ স্বরূপ দেবীর পাশে কালো কাপড়ের প্রতীকি অভয়া নির্মাণ করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানোর ইচ্ছে আছে তাঁর।