ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয়বার আইপিএল মহিলাদের চ্যাম্পিয়ন হল মুম্বই (WPL Final 2025) ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয়লাভ করল মুম্বই। এই ম্যাচটি ছিল দুই বাঙালি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর মধ্যে এক বাইশ গজের যুদ্ধ। সৌরভের দিল্লি ক্যাপিটালস তিনবার ফাইনালে ওঠার পরও ট্রফি হাতে তুলে নিতে পারেনি, অপরদিকে ঝুলনের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ছিনিয়ে নিল ট্রফি।
হাড্ডাহাড্ডি লড়াই (WPL Final 2025)
খেলার শুরুতে দিল্লির ভালো অবস্থানে (WPL Final 2025) ছিল। সৌরভের দল বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে মুম্বইকে চাপে রেখেছিল। মুম্বইয়ের দুই ওপেনার হেইলি ম্যাথুজ এবং যস্তিকা ভাটিয়া প্রথমদিকে রান করতে হিমশিম খাচ্ছিলেন। তবে কিছুক্ষণ পর অধিনায়ক হরমনপ্রীত কউর এবং শিভার-ব্রান্ট দলে রানের ভিত গড়তে থাকেন। হরমনপ্রীত ৩৩ বলে অর্ধশতরান করেন এবং এরপর বড় শট মারতে শুরু করেন। তাদের দারুণ ব্যাটিংয়ের ফলস্বরূপ, মুম্বই ১৪৯ রান করার লক্ষ্য স্থির করে।
বোলিংয়েই বাজিমাত (WPL Final 2025)
দিল্লির বোলাররা চাপ সৃষ্টি করতে চেষ্টা (WPL Final 2025) করেছিলেন। তবে ঝুলনের বোলিং কোচ হিসেবে অভিজ্ঞতার পরিচয় পাওয়া গেল। নাল্লাপুরেড্ডি চারানি এবং সাইকা ইশাকরা কিছুটা সমস্যা তৈরি করলেও, হরমনপ্রীত কউর ও শিভার-ব্রান্টের পারফরম্যান্স মুম্বইকে অনেকটা এগিয়ে নেয়। অবশেষে, ১৪৯ রান সংগ্রহ করা দিল্লির জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: WPL DC vs MI Final: ট্রফি ছিনিয়ে নিতে পারবে কি দিল্লি? নাকি মুম্বইয়ের ধাক্কায় কুপোকাত?
কমতে থাকে রান রেট
মুম্বইয়ের বোলিংয়ে শিভার-ব্রান্ট এবং শবনম ইসমাইল প্রথম থেকেই দারুণ বোলিং করে দিল্লির ওপেনিং ব্যাটিং ভেঙে দেয়। মেগ ল্যানিং এবং শেফালি বর্মার মতো ব্যাটাররা কোনো সাড়া ফেলতে পারেননি। দিল্লির রান রেট দ্রুত কমতে থাকে এবং মুম্বইয়ের বোলিং কোচ ঝুলন গোস্বামী বারবার অভিজ্ঞতার কথা বলতে থাকেন। শেষ পর্যন্ত, দিল্লি ক্যাপিটালস তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় এবং মুম্বই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়।
৮ রানে জয়ী মুম্বাই
মুম্বইয়ের দল সর্বশেষ ৮ রানে জয়ী হয়ে আইপিএল মহিলাদের ট্রফি জেতে। শিভার-ব্রান্ট এবং হরমনপ্রীত কউরের পারফরম্যান্সই দলকে এই চ্যাম্পিয়ন শিরোপার দিকে নিয়ে যায়।