ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে ফেক ভিডিও নিয়ে। বিতর্কিত ভিডিও নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee)। তিনি ঘটনাটিকে অস্বীকার করে, ফেক ভিডিও বলে জানালেন। তিনি সাইবার সেলের সাহায্য নিয়েছেন। বিতর্কিত ভিডিও নিয়ে ট্রাইব টিভির সাক্ষাৎকারে কী কী বললেন অভিনেতা? কারা করল তাঁর এমন ক্ষতি? অভিনেতা কী কাউকে সন্দেহ করছেন?
গুরুত্ব না দেওয়া (Writwik Mukherjee)
সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে এক বিতর্কিত ভিডিও। যে ভিডিও ফেক বলেই অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee) চুপচাপ ছিলেন। তাঁর মতে, প্রথমত কাজের চাপে তেমন গুরুত্ব দিতে চাননি তিনি। কিন্তু যখন বন্ধু-বান্ধব ব্যাপারটা বলল, তখন তিনি নড়ে বসলেন। অভিনেতা বলেন, “ভিডিওটি ফেক বলে গুরুত্ব দিচ্ছিলাম না। কিন্তু পরে মনে হল মাথার উপর দিয়ে জলটা চলে যাচ্ছে। তখন স্টেপ নিতে বাধ্য হলাম। সাইবার সেলে জানিয়েছি। ওরা অলরেডি স্টেপ নিয়েছেন বলে জানিয়েছেন।”
ফাঁসানোর চেষ্টা (Writwik Mukherjee)
অভিনেতা ঋত্বিক (Writwik Mukherjee) বলেন, “আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আর সেটা খুব বাজেভাবে এবং এর পিছনে কার হাত আছে, জানা নেই। তবে শীঘ্রই জেনে যাবো।” তাঁর মতে, এর পিছনে কে আছে, সেটা জানতে পারলে সুবিধা হবে। অভিনেতার কথায়, বিষয়টি খুবই দুঃখজনক। কারা, কেন এভাবে ফাঁসানোর চেষ্টা করছে তাঁকে, তা তাঁর জানা নেই। আর তাঁর সাথে কার শত্রুতা আছে তাও তিনি জানেন না। অভিনেতা বলেন, “কে এভাবে পিছন থেকে ছুরি মারছে জানা নেই!”
আরও পড়ুন: Satyajit Ray: বাংলাদেশে ধ্বংস সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে! গর্জে উঠলেন ভারতের অভিনেত্রী
কাকে সন্দেহ?
অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়ের (Writwik Mukherjee) ফেক ভিডিওটি আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের সাহায্যে তৈরি। এই ভিডিও তৈরিতে কি কাউকে সন্দেহ করছেন তিনি? উত্তরে তিনি জানান, সন্দেহের ক্ষেত্রে তিনি সেভাবে কাউকে দেখেন না বা চেনেন না। তাই তিনি না জেনে কিছু বলতে পারবেন না। তবে এর পিছনে সত্যিটা জানার অপেক্ষায় রয়েছেন অভিনেতা।
পুনরায় হতে পারে এমন ঘটনা?
এমন ভিডিও পুনরায় যাতে না হয় তার জন্য কি অভিনেতা কোনও ব্যবস্থা নিচ্ছেন? অভিনেতা জানান, পুলিশি লোকজনের সাথে কথাবার্তা চলছে। তাঁরা যেমন জানাবেন তিনি সেরকম স্টেপ নেবেন। অভিনেতা ঋত্বিক সকল অনুরাগীদের উদ্দেশ্যে জানান, তাঁর কাজ যাঁরা দেখেন বা ফলো করেন, তাঁরা যেন বিশ্বাস না করেন যে, এমন একটি ঘটনা তাঁর দ্বারা ঘটেছে।
আরও পড়ুন: Katrina Kaif: ক্যাটরিনার জন্মদিনে আদুরে ভিকি, পোস্ট ঘনিষ্ঠ ছবি!
আশ্বস্ত করা
সবশেষে অভিনেতা ঋত্বিক বলেন,” অফিসিয়ালি শীঘ্রই আমি জানাবো যে , এটা তাঁর ভিডিও নয়। ভিডিও বানিয়ে আমার ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ” অনুরাগীদের মতে সত্যি এই ঘটনা খুবই দুঃখজনক। অন্যদিকে এই ফেক ভিডিও নিয়ে ‘ কথা’ ধারাবাহিকের সাহেব ভট্টাচার্যর নামও জড়িয়েছে। অনুরাগীরাও মনে করছেন, এই ঘটনার পিছনে কারা বা কাদের হাত আছে তাদের সামনে আনা দরকার।