ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সম্প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।
যোগী আদিত্যনাথের দাবি (Yogi Adityanath)
তিনি দাবি করেছেন, ১০০ হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার সুরক্ষিত, কিন্তু ১০০ মুসলিম পরিবারের মধ্যে কোনও হিন্দু পরিবার সুরক্ষিত নয়। এই প্রসঙ্গে তিনি বাংলাদেশের উদাহরণও উল্লেখ করেন, যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বেড়ে চলেছে।
সংখ্যালঘুদের ওপর অত্যাচার (Yogi Adityanath)
যোগীর বক্তব্য, “২০১৭ সালের পর থেকে উত্তরপ্রদেশে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি এবং মুসলিমরা এখানে সবচেয়ে নিরাপদ।” তবে বাস্তবতা অন্যদিকে। রাজ্যের সংখ্যালঘু জনগণের প্রতি সরকারের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সমালোচকরা। তাঁদের অভিযোগ, বুলডোজার নীতির মাধ্যমে সংখ্যালঘুদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এবং ধর্মস্থানের নিচে মন্দির খোঁজার চেষ্টা চলছে।
আরও পড়ুন: Bombay High Court: বারবার আত্মহত্যার হুমকি! করা যাবে বিবাহবিচ্ছেদের আবেদন, বলছে বম্বে হাই কোর্ট

অপরাধের পরিসংখ্যানে শীর্ষে উত্তরপ্রদেশ
সমাজবাদী পার্টির নেতা রবিদাস মেহরোত্র যোগীর বক্তব্যকে অস্বীকার করে বলেন, “এখন রাজ্যে কেউ নিরাপদ নয়। গুন্ডারা রাজত্ব করছে।” কংগ্রেস নেতা অজয়কুমার লাল্লুর মতে, “যোগী আদিত্যনাথের কাছে কোনও উন্নয়নমূলক কাজের উদাহরণ নেই, এবং মহিলাদের ওপর অপরাধের পরিসংখ্যানেও উত্তরপ্রদেশ শীর্ষস্থানে রয়েছে।”