ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তেলঙ্গানার কুমারম ভীম আসিফাবাদ জেলার এক যুবক এক সাথে (Double Marriage) বিয়ে করলেন দুজনকে। জানা যাচ্ছে ওই দুজনই ছিলেন তাঁর প্রেমিকা। একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে করে হৈচৈ ফেলে দিয়েছেন সূর্যদেব নামের ওই যুবক। দুই প্রেমিকাকে এক সাথে বিয়ে করার সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে (Double Marriage)
লাল দেবী ও জালকারি দেবী নামে দুই নারীকে ভালোবাসতেন সূর্যদেব নামের ওই যুবক (Double Marriage)। বিষয়টি এলাকার বয়োজ্যেষ্ঠরা ভালোভাবে না নিলেও লাল দেবী ও জালকারি দেবী মেনে নেন। তারা তিনজন বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। স্থানীয়রা প্রথমে না মানলেও পরে বিষয়টি মেনে নেন। তারপর অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন সূর্যদেব। বিয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেমিকার হাত ধরে সাত পাকে বাধা পড়ছেন সূর্যদেব। দুই প্রেমিকার ছবিসহ নিমন্ত্রণ পত্রও ছাপিয়েছিলেন তিনি।
দুই মহিলার সঙ্গেই একত্রবাস (Double Marriage)
সূর্যকুমারের দাবি, একসঙ্গে ঝলকারি দেবী এবং লাল দেবীর প্রেমে পড়েছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই মহিলার সঙ্গেই একত্রবাস করতে শুরু করেছিলেন সূর্যকুমার। গ্রামের লোকজন এবং পঞ্চায়েতের সদস্যেরা প্রথমে এই সম্পর্কে আপত্তি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত দুই মহিলার সঙ্গে একই মণ্ডপে যুবকের বিয়ে দিতে রাজি হয়ে যান তাঁরা।
আরও পড়ুন: Cyber Fraud Case: পুলিশ সেজে হাতিয়েছে ৫০ লক্ষ, প্রতারকদের অত্যাচারে আত্মঘাতী নিঃসন্তান বৃদ্ধ দম্পতি