ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: আজ, ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ৬টা ৫৫ মিনিট পর্যন্ত চতুর্দশী (11 February Horoscope) তিথি থাকবে। তারপর শুরু হবে মাঘী পূর্ণিমা তিথি। সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের প্রভাব থাকবে আজ সারাদিন। এছাড়া আজ প্রথমে থাকবে পুষ্য ও পরে অশ্লেষা নক্ষত্রের প্রভাব।
মেষ রাশি (11 February Horoscope)
এই রাশির জাতকদের আজ স্বপ্নপূরণের (11 February Horoscope) দিন। যার জন্য এতদিন ধরে এত পরিশ্রম করে আসছেন, সেটাই পাবেন। অর্থচিন্তা দূর হবে। মানসিক পরিশ্রম বাড়তে পারে, তবে সাফল্যের জন্য এটুকু তো করাই যায়। বিনিয়োগ থেকে বড় কোনও সাফল্য পাবার সুযোগ রয়েছে আজ। অন্য কোনওদিকে মন না দিয়ে শুধু মন দিন কাজে। নিজের লক্ষ্যে থাকুন স্থির। সফলতা আসবেই।
বৃষ রাশি (11 February Horoscope)
আজ এই রাশির জাতকদের কর্মক্ষেত্রে (11 February Horoscope) আপনার দক্ষতা এবং পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। আর্থিক ক্ষেত্রে লাভের সুযোগ আসতে পারে, তবে একটু সতর্কতার সঙ্গে লেনদেন করুন। সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আসবে, বিশেষ করে প্রেমের সম্পর্ক শক্তিশালী হবে। পরিবারের মানুষের প্রতি একটু যত্নশীল হন। জীবনটাকে উপভোগ করতে শিখুন। ভালো থাকবেন।
আরও পড়ুন: Weekly Lucky Zodiacs: শুক্রের অবস্থানে মালব্য রাজযোগে এই সপ্তাহে ভাগ্যবান ৫ রাশি
মিথুন রাশি
আজ এই রাশির জাতকরা আস্তে আস্তে জীবনের সব স্বপ্ন পূরণ হবে। পরিশ্রমের মাধ্যমে পাবেন সফলতা। দাম্পত্য জীবনে আসবে প্রেম। সন্তানদের থেকে আশানুরূপ ফল পাবেন। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক থাকবে খুব ভালো। সম্পত্তির মামলা মোকদ্দমায় আজ জয়ী হবার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিকে নজর দিন। পরিবারের সঙ্গে সময় কাটান। নিজের স্বস্থ্যের দিকে নজর দিন। উল্টোপাল্টা ভেবে সময় নষ্ট করার চেয়ে মন দিন ভালো কাজে।
কর্কট রাশি
আজ এই রাশির জাতকরা সুখের মুখ দেখবেন। জীবনের সব বাধা যাবে কেটে। অনেক কষ্টের পর জীবনে আসবে সুখ। যা কখনও ভাবেননি সেইসব ভালো জিনিস ঘটতে পারে আপনার সঙ্গে। হাতে আসবে অপ্রত্যাশিত অর্থ। জীবনে যেসব ভুল করেছেন, তার থেকে পাবেন মুক্তি। যোগাযোগের ক্ষেত্রে আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারবেন।
সিংহ রাশি
পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সুন্দর থাকবে, তবে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, সেগুলি শান্তভাবে সমাধান করুন। দাম্পত্য জীবন হবে সুমধুর। জীবনের সকল পর্যায়ের সব বাধা যাবেন পেরিয়ে।
কন্যা রাশি
আজ এই রাশির জাতকরা ছোটখাটো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীরা আজ পড়াশোনায় সাফল্য পেতে পারেন।