ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় আবহাওয়া দফতর মৌসম ভবনের (আইএমডি)-এর ১৫০ বছর উপলক্ষে (150 Years of IMD) একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সেই আলোচনা সভার নাম দেওয়া হয়েছে ‘অবিভক্ত ভারত’। ভারতের মৌসম ভবনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে (150 Years of IMD) অন্যান্য পড়শি দেশের সঙ্গে ডাকা হয়েছিল বাংলাদেশকেও। কিন্তু মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের কেউ আসছেন না সেই অনুষ্ঠানে।
কোন কোন দেশকে পাঠানো হল আমন্ত্রণ? (150 Years of IMD)
ভারতের ‘মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট’র ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান (150 Years of IMD) হতে চলেছে খুব তাড়াতাড়ি। সেই উপলক্ষ্যে ‘অবিভক্ত ভারত’ নামক সেই সেমিনারে ভারতের তরফে আমন্ত্রণ করা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মায়ানমার সহ একাধিক দেশকে। পাকিস্তান ও বাংলাদেশ ছাড়াও আমন্ত্রণ গিয়েছে মলদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের কাছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাঠানো হয়েছে আমন্ত্রণ। মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে সেমিনারে (150 Years of IMD)। এশিয়ার নানান দেশের সরকারি অফিসারদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য।
বিভিন্ন উদ্যোগ কেন্দ্রীয় সরকারের (150 Years of IMD)
আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে (150 Years of IMD) নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক। ১৫০ বছর পূর্তি যাতে স্মরনীয় হয়ে থাকে সমস্ত দেশের মনে সেই দিকে নজর দিচ্ছে ভারত। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশেষ মুদ্রা প্রকাশ করতে চলেছে তারা। আইএমডির ১৫০ বছরে ১৫০ টাকার বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করবে নির্মলা সীতারামনের মন্ত্রক। এদিকে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিশেষ ট্যাবলো রাখা হবে আবহাওয়া দফতরের ১৫০ বছর উপলক্ষ্যে।
কূটনৈতিক সম্পর্ক সরিয়ে দৃষ্টান্তমূলক উদ্যোগ ভারতের
প্রতিবেশী দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, সেসব দূরে সরিয়ে এই প্রথম এরকম দৃষ্টান্তমূলক উদ্যোগ নিল ভারত সরকার। উপমহাদেশের সব দেশগুলির সঙ্গে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতেই এমন উদ্যোগ কেন্দ্রের। আইএমডির এক কর্মকর্তা জানান, বিভেদ ভুলে উপমহাদেশের ঐতিহাসিক সংহতি এবং একসঙ্গে কাজ করার উদাহরণ তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেমিনারের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
অনুষ্ঠানে অংশ নিচ্ছে না বাংলাদেশ
এই অনুষ্ঠান উপলক্ষ্যে আবহাওয়া বিভাগের তরফে এক অফিসার বলেন,’ আমরা চেয়েছিলাম যে সমস্ত দেশের কর্মকর্তারা আইএমডি প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল তারা উদযাপনের অংশ হোক।’ ইতিমধ্যে ভারতের ডাকে সাড়া দিয়েছে পাকস্থান। ইসলামাবাদ জানিয়েছেন আলোচনাসভায় উপস্থিত থাকবে তাদের প্রতিনিধি। তবে বাংলাদেশ জানিয়ে দিল, তারা আসছে না। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের প্রেক্ষিতে যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:Kerala MLA Joins TMC: তৃণমূলশাসিত বাংলায় ‘শূন্য’ বামেরা, বামশাসিত কেরলে ‘ঘাসফুলে’ পি ভি আনোয়ার
কী বললেন মোমিনুল ইসলাম?
বাংলাদেশ আবহাওয়া দফতরের (বিএমডি) কার্যনির্বাহী ডিরেক্টর মোমিনুল ইসলাম জানিয়েছেন, তাঁরা মাসখানের আগে দিল্লি থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন। তিনি বলেন, ‘‘ভারতের মৌসম ভবন ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আমরা দিল্লির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখছি এবং সহযোগিতা করছি। কিন্তু ওই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না। কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে।’’