ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ২৭ জানুয়ারি ২০২৫ সোমবার থেকে শুরু হল নতুন সপ্তাহ(Weekly Horoscope)। ২৭ জানুয়ারি-২ ফেব্রুয়ারির মধ্যে এই সপ্তাহে শুক্রের গোচরের ফলে গঠিত হবে মালব্য রাজযোগ। বৈদিক জ্যোতিষ অনুসারে এই শুভ যোগের প্রভাবে বিভিন্ন রাশির জীবনে আর্থিক উন্নতি লক্ষ্য করা যাবে। জেনে নিন শুক্রের এই গোচরে এই সপ্তাহে মেষ থেকে কন্যা রাশির ভাগ্যে কী আছে।
মেষ রাশির সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)
মেষ রাশির জাতকদের এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না। তবে অসুখে ভোগার আশঙ্কা নেই। সপ্তাহের(Weekly Horoscope) প্রথম দিকে অতিরিক্ত খরচের চাপে উদ্বিগ্ন হতে পারেন। সন্তানের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, সন্তানের পড়াশোনা ও পরীক্ষার ফলাফল মন্দ হবে না। বন্ধুদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুর শারীরিক অসুস্থতায় বিচলিত হতে পারেন।

বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল (Weekly Horoscope)
এই সপ্তাহে বৃষ রাশি জাতকদের আর্থিক অবস্থা খারাপ থাকবে না(Weekly Horoscope)। আয়-ব্যয়ের মধ্যে সমতা রেখে সঞ্চয় ভালোই হবে। সপ্তাহের প্রথম দিকে প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য অর্জন করবেন। শ্লেষ্মা ও বায়ু ঘটিত রোগে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিদেশে কাজ পেতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য আসতে পারে।

আরও পড়ুন:Blazer Style: কোথায় কী ধরণের ব্লেজার পরবেন তাই নিয়ে চিন্তা? রইলো উপায়
মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল
সপ্তাহ জুড়ে মিথুন রাশির জাতকদের উপার্জন ভালো হবে, তুলনায় খরচ কমবে। কাব্য, সাহিত্য, সঙ্গীত, শিল্পকলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সপ্তাহের(Weekly Horoscope) মধ্যভাগে পেট ও জননাঙ্গের সমস্যায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিকূলতা থাকলেও আপনি সহকর্মীদের সহযোগিতায় সব বাধা অতিক্রম করবেন। সপ্তাহের শেষে সম্পর্কের জালে জড়িয়ে পড়তে পারেন।

কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের মধ্যে স্পষ্টবাদিতা লক্ষ্য করা যাবে। সপ্তাহের প্রথম দিকে বিদেশ যাত্রার যোগ আছে। জীবনসঙ্গীর সঙ্গে মতের অমিল হলেও একে অন্যের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে নতুন ঘর-বাড়ি কেনার যোগ হতে পারে। ভবিষ্যতের পরিকল্পনা করে কাজ করলে সাফল্য পাবেন।

আরও পড়ুন:Bitter Food: স্বাদও বদলাবে, শরীর থাকবে রোগহীন, খাবারের প্রথম পাতে থাকুক একটু তেতো
সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল
এই সপ্তাহে সব দিক থেকে উন্নতি হবে সিংহ রাশির জাতকদের। যে কোনও কাজের দ্বারা প্রচুর ধনবৃদ্ধি হবে। সারা সপ্তাহ স্বাস্থ্য ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে পেশাদারী কাজ থেকেও অর্থ আসবে। মায়ের শারীরিক সমস্যা হতে পারে। ছাপার কাজ, ওষুধের ব্যবসা, মণিহারি ব্যবসায় লাভের যোগ রয়েছে। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলে উন্নতি হবে।

কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল
নিজের জমি-জায়গার উপর বিশেষ নজর রাখুন। গোটা সপ্তাহ ধরে আপনার নতুন নতুন চিন্তাধারা কার্যকরী রূপ নেবে। প্রেম সম্পর্কে উন্নতি হবে। সপ্তাহের মাঝামাঝি ব্যক্তিগত জীবনে কিছু গোলযোগ সামনে এলেও তা অতিক্রম করতে পারবেন। কর্মক্ষেত্রে কিছু ভুল-ভ্রান্তি হতে পারে। সপ্তাহের শেষে নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
