ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘সোলো ট্রিপ’-এর ‘ফ্যান্সি’ ভার্সন হল ‘মি-মুনিং’(Solo Travel)। অনেকটা হানিমুন, বেবিমুন ইত্যাদির সঙ্গে সামঞ্জস্য করেই এই নাম। ‘মি-মুনিং’ শুধু সোশ্যাল মিডিয়ায় প্রচলিত শব্দ নয়। বিশ্বজুড়ে সোলো ট্রাভেলের জনপ্রিয়তা বাড়ছে। এখনকার দিনে একা কোথাও ঘুরতে যাওয়াটা কোনো সমস্যাই নয়। এখনকার দিনের আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা বিশ্বের যে কোনো জায়গায় খুব সহজেই যখন তখন পৌঁছে যেতেই পারি। শুধু একবার সাহস করে ঘর থেকে পা বের করতে পারলেই হল ব্যাস। ২০২৫-এ ‘মি-মুনিং’ এর কথা ভাবলে ভারতের মধ্যে এই জায়গাগুলো একবার ঘুরে আসতেই পারেন।
দার্জিলিং ও কালিম্পং (Solo Travel)
সোলো ট্রাভেলারদের(Solo Travel) জন্য একদম নিরাপদ উত্তরবঙ্গ। কম খরচে পাহাড় ভ্রমণের জন্য আদর্শ। তা ছাড়া, আজকাল উত্তরবঙ্গে বাড়ছে অফবিট স্পট ও হাইকিং ডেস্টিনেশন। সুতরাং, একা বেড়াতে গেলেও একাকিত্ব অনুভব করবেন না।
ঋষিকেশ (Solo Travel)
উত্তরখণ্ডের অনেক জায়গাতেই একা বেড়াতে যেতে পারেন(Solo Travel)। বেশিরভাগ সোলো ট্রাভেললাররা বেছে নেন ঋষিকেশকে। গঙ্গার পাড়ে যোগা করুন কিংবা রিভার রাফটিং, এই শহর ‘মি-মুনিং’-এর জন্য নিরাপদ।
আরও পড়ুন:Snowfall Places: তুষারপাত দেখতে ফেব্রুয়ারিতে ভ্রমণের জন্য বেছে নিন এই জায়গাগুলো
শিলং
সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বেড়াতে যাওয়ার ট্রেন্ড বাড়ছে। সেখানেই সবার উপরে রয়েছে মেঘালয়। প্রথমবার ‘মি-মুনিং’-এর জন্য শিলংকে বেছে নিতে পারেন(Solo Travel)।
পুদুচেরি
এই উপকূলীয় শহর বরাবরই সোলো ট্রাভেলারদের কাছে আকর্ষণ। ভিড় কম, বাজেট ফ্রেন্ডলি। নিজের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। শহরে অনেক উপপনিবেশিক ভবন, গীর্জা, মন্দির এবং মূর্তি রয়েছে, যা শহর পরিকল্পনা এবং শহরের পুরনো অংশে ফরাসি রীতির পথের সাথে মিলিত হয়ে এখনও সংরক্ষণ করে।
আরও পড়ুন:South Korea Tour: ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন, ঘুরে আসুন দক্ষিণ কোরিয়ায়
জয়পুর
ভারতে সোলো ট্রাভেলের আদর্শ ডেস্টিনেশন রাজস্থান। যদি বাজেট সীমিত থাকে, সে ক্ষেত্রে শুধু ঘুরে দেখুন জয়পুর। এই ‘গোলাপি শহর’-এ একা ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অনন্য। ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর এই জয়পুর আপনার মন ভালো করে দিতে পারে।
‘মি-মুনিং’ আত্মবিশ্বাস জোগায়
এখন একা বেড়াতে যাওয়া চ্যালেঞ্জের নয়। শুধু সাহস করে পা বাড়াতে হবে। তা ছাড়া, এখন প্রযুক্তির সাহায্যে বিশ্বের যে কোনও জায়গায় কোনও ঝামেলা ছাড়াই পৌঁছে যাওয়া যায়। শুধু সচেতন থাকলেই হলো। একটি ট্রাভেল রিপোর্ট বলছে, প্রায় ৩৪% মানুষ ২০২৫-এ একা বেড়াতে যাওয়ার প্ল্যান করছে। বেশিরভাগের দাবি, ‘মি-মুনিং’ আত্মবিশ্বাস জোগায়। এমপাওয়ারমেন্টের গন্ধ রয়েছে সোলো ট্রাভেলিং-এ। ২০২৫-এ এটাই ট্রেন্ডে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।