ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জনরোষের মুখে টলিউড (Tollywood ) অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। অভিযোগ, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি অনেকে নাকি, তাঁর উপর চড়াও হয়েছেন। কিন্তু ঠিক কী ঘটেছিল? শোনা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দেওয়ার সময় অভিনেতার পায়ে জুতো ছিল। এমনই অভিযোগে তাঁর ওপর স্থানীয় কিছু মানুষ রীতিমত তেড়ে আসে। নেতাজির মূর্তিতে মাল্য দানের সময় পায়ে জুতো থাকায়, বড় খেসারত দিতে হল টলিউডের এই অভিনেতাকে। সেদিন আসলে কী হয়েছিল?
অনুষ্ঠানে হেনস্থার শিকার (Biswanath Basu)
গত ২৫ তারিখ রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় পটাশপুর পাহাড়িচকের একটি ক্লাবের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা (Biswanath Basu)। কিন্তু অনুষ্ঠান করতে গিয়ে এমন ভাবে যে হেনস্তার শিকার হবেন তা ভাবতেই পারেননি বিশ্বনাথ বসু। এই নিয়ে তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে, নেতাজির মূর্তিতে জুতো পরে তিনি মাল্যদান করেন।
কী অভিযোগ? (Biswanath Basu)
অভিনেতার (Biswanath Basu) বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই সময় নাকি কমিটির সদস্যরা অভিনেতাকে জুতো খুলে পুনরায় মাল্যদান করার আবেদন করেছিলেন। কিন্তু তিনি তা না করে সোজা মঞ্চে অনুষ্ঠান করতে শুরু করেন। অনুষ্ঠান শেষ হলে, কমিটির সদস্যরা আবার অভিনেতাকে মাল্যদান করার অনুরোধ করলে, তিনি তা না করে গাড়িতে উঠে পড়েন। তখনই শুরু হয় তর্ক বিতর্ক। পাশাপাশি অভিনেতার গাড়িও ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: Rakhi Sawant: আবার বিয়ে করছেন রাখি সাওয়ান্ত! মন দিলেন পাকিস্তানে
ক্লাবের বিরুদ্ধে অভিযোগ
ঠিক তার পরের দিন অর্থাৎ ২৬ তারিখে অভিনেতা ওই ক্লাবের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সহ গাড়ি ভাঙচুর নিয়েও ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয় তদন্ত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক কিংবা গ্রেফতার হননি।
আরও পড়ুন: Mittir Bari: এক কাঁধ উঁচু করে ঘুরছেন আদৃত! দেখে হাসির রোল শুটিং সেটে
আতঙ্কে রয়েছেন অভিনেতা
এও শোনা যাচ্ছে, প্রথম দিকে কেউ খারাপ ব্যবহার করেননি। অভিনেতা নেতাজির আবক্ষ মূর্তিতে মালা দেওয়ার পর, অনুষ্ঠানে অনেকে আনন্দ করেছেন, ফুল ছুঁড়েছেন। জনতার মধ্যে অনেকে মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু যখন অভিনেতা গাড়িতে উঠছিলেন, তখনই সমস্যা শুরু হয়। ভুলবশত এই কাজ তিনি করেছিলেন, এই কথা স্বীকার করে ক্ষমাপ্রার্থীও হয়েছিলেন অভিনেতা। কিন্তু তাঁকে রেয়াত দেওয়া হয়নি। জনতার একাংশ রীতিমত মারমুখী হয়ে ওঠে। তারপর গাড়ি নিয়ে দেহরক্ষী এবং গাড়ির চালক অভিনেতাকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। উত্তেজিত জনতা গাড়ির পিছনেও ধাওয়া করেছিল। এই ঘটনার পর বেশ আতঙ্কে রয়েছেন অভিনেতা।