ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেয়ে-জামাইয়ের সঙ্গে প্রয়াগরাজ (Maha Kumbha 2025) পাড়ি দিয়েছিলেন শালবনীর বৃদ্ধা। মহাকুম্ভ মেলায় পৌঁছেও গিয়েছিলেন। তবে, পুণ্যস্নানের সাধ পূর্ণ হয়নি! ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কাছারিরোড এলাকার বাসিন্দা উর্মিলা (৭৮) ভুঁইয়ার। বুধবার সকালে প্রয়াগরাজে অবস্থিত মতিলাল নেহেরু মেডিক্যাল কলেজের মর্গে গিয়ে তাঁর দেহ শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। উত্তরপ্রদেশ সরকারের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে তাঁর দেহ আনা হচ্ছে শালবনীর বাড়িতে।
জানা গিয়েছে, সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন থেকে প্রয়াগরাজ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন খড়্গপুর শহরের কৌশল্যার বাসিন্দা কমল মাইতি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, মা, শাশুড়ি (উর্মিলা ভূঁইয়া) সহ মোট ৭ জন। ভিড়ের মাঝে পড়ে গিয়ে বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া পদপিষ্ট (পদদলিত) হন বলে আত্মীয়রা জানিয়েছেন (Maha Kumbha 2025)।
আরও পড়ুন:https://tribetv.in/bengal-bjp-not-fulfil-membership-target/
অন্যদিকে, মহাকুম্ভে পুণ্যস্নানে (Maha Kumbha 2025) গিয়ে প্রাণ হারালেন বিজয়গড়ের বাসিন্দা। মৃত বাসন্তী পোদ্দার কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের অশ্বিনীনগরের বাসিন্দা। মহাকুম্ভে পুণ্যস্নান করতে সোমবার ছেলে-মেয়ে ও বোনের সঙ্গে প্রয়াগরাজে যান প্রৌঢ়া। ছেলের দাবি, মাঝরাতেই তাঁরা সঙ্গম ঘাটের উদ্দেশ্য রওনা দেন। রাত ১টা থেকে দেড়টার মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। প্রয়াগরাজ থেকে অ্যাম্বুল্যান্সে করে প্রৌঢ়ার দেহ আজই আনা হচ্ছে কলকাতায়। সবরকম সাহায্যের আশ্বাস কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মার।
আরও পড়ুন: https://tribetv.in/makaut-university-viral-video-make-controversy-over-stu/
এদিকে বুধবার মৌনি অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে অমৃত স্নান (Maha Kumbha 2025) করতে গিয়ে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। যোগী প্রশাসনের তরফে রাত পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে। যা সার্বিক ভাবে প্রশ্ন তুলে দিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে মেলার আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে। বিশেষ দিনে শাহি স্নানে ১০ কোটি পূণ্যার্থীর আসার কথা জেনেও যোগী সরকার কীভাবে পুলিশের হাতে সব দায়িত্ব দিয়ে দিলো? তা নিয়েও প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা। কুম্ভমেলায় প্রথমে আগুন লাগা তারপর পদপিষ্টের ঘটনায় নিজেকে দক্ষ প্রশাসক ও হিন্দু সমাজের মুখ হিসেবে তুলে ধরার কৌশল নিয়েছিলেন এদিনের ঘটনায় তা কিছুটা হলেও ধাক্কা খেল বলে মনে করছে রাজনীতিকদের একাংশ।